রাজ্যে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে চাকরি, মসিক বেতন 35,000/- এখনই আবেদন করুন
কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে Air Quality Monitoring Cell এর অধীনে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো চাকরিপ্রার্থীই আবেদন করতে পারবেন। আবেদনকারীরা 14ই অক্টোবর বা তার আগে ইমেইলের মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারবেন।
পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, শূন্য পদের সংখ্যা কয়টি, বেতন এবং অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য আজকের প্রতিবেদনটি দেখুন।
পদের নাম :- Senior Project Associates
মোট শূন্যপদ :- 02 টি (UR-01, SC-01)
শিক্ষাগত যোগ্যতা :-
1. যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে
Environmental science and Civil/Architecture & Planning/ Chemical Engineering - এ মাস্টার ডিগ্রী করা থাকতে হবে।
2. এছাড়াও MS-Office ও Air Pollutants/Environmental Pollution Control-এর সম্পর্কে কমপক্ষে দু বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
বেতন :- মাসিক বেতন 42,000/- টাকা
বয়স সীমা :- আবেদনকারীর বয়স 01/01/2022 তারিখে 40 বছরের মধ্যে হতে হবে।
পদের নাম :- Project Associate (Technical)
মোট শূন্যপদ :- 01 টি
শিক্ষাগত যোগ্যতা :-
1. যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে
Environmental science and Civil/Architecture & Planning/ Chemical Engineering - এ অনার্স (honours) ডিগ্রী করা থাকতে হবে।
2. এছাড়াও MS-Office ও Air Pollutants/Environmental Pollution Control-এর সম্পর্কে কমপক্ষে এক বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
বেতন :- মাসিক বেতন 35,000/- টাকা
বয়স সীমা :- আবেদনকারীর বয়স 01/01/2022 তারিখে 40 বছরের মধ্যে হতে হবে।
পদের নাম :- Project Associates (Administrator)
মোট শূন্যপদ :- 01
শিক্ষাগত যোগ্যতা :-
- যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে
- M.B.A. ডিগ্রী করা থাকতে হবে।
বেতন :- মাসিক বেতন 35,000/- টাকা
বয়স সীমা :- আবেদনকারীর বয়স 01/01/2022 তারিখে 40 বছরের মধ্যে হতে হবে।
পদের নাম :- Project Associates (IIT)
মোট শূন্যপদ :- 01
শিক্ষাগত যোগ্যতা :-
যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে M.C.A. ডিগ্রী অথবা Computer Science এ B.Tech ডিগ্রী করা থাকতে হবে।
বেতন :- মাসিক বেতন 35,000/- টাকা
বয়স সীমা :- আবেদনকারীর বয়স 01/01/2022 তারিখে 40 বছরের মধ্যে হতে হবে।
পদের নাম :- Data Entry Operator
মোট শূন্যপদ :- 02 (UR-01, SC-01)
শিক্ষাগত যোগ্যতা :-
1. যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান গ্র্যাজুয়েট ডিগ্রী
করা থাকতে হবে।
2. MS-Office ও কম্পিউটারের নলেজ থাকতে হবে।
বেতন :- মাসিক বেতন 11,000/- টাকা
বয়স সীমা :- আবেদনকারীর বয়স 01/01/2022 তারিখে 30 বছরের মধ্যে হতে হবে।
আবেদন করার পদ্ধতি :-
1. E-mail এর মাধ্যমে আবেদন করতে হবে।
2. প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সহ PDF তৈরি করে সেটি Mail-এ অ্যাটাচ করে পাঠাতে হবে।
3. Mail করার সময় কোন পদের জন্য আবেদন করছেন সেটি অবশ্যই উল্লেখ করবেন।
E-mail ID:- aqmc_eh@kmcgov.in
নিয়োগ পদ্ধতি :- ইন্টারভিউ
আবেদন করার শেষ তারিখ :- 14/10/2022
কোন মন্তব্য নেই: