Indian Oil Corporation Limited Job Vacancy 2022


ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে নন- এক্সিকিউটিভ পদে কর্মী  নিয়োগ


ভারত সরকারের অধীনে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে নন- এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের পুরুষ ও মহিলা উভয় চাকরি প্রার্থী এই পদের জন্য যোগ্য। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে 10 অক্টোবর, 2022 বা তার  আগে আবেদন পত্র জমা করতে পারবেন।



পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য আজকের প্রতিবেদনটি দেখুন।


পদের নাম :-

ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল)


শিক্ষাগত যোগ্যতা :-

 55 শতাংশ নম্বর সহ  Mechanical Engineering/Automobile Engineering এর মধ্যে যেকোনো একটি বিষয়ে তিন বছরের ডিপ্লোমা  থাকতে হবে ।


সংরক্ষিত প্রার্থীদের শুধুমাত্র পাশ নম্বর থাকলেই আবেদন করতে পারবেন।


পদের নাম :- ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল)

শিক্ষাগত যোগ্যতা :- 55 শতাংশ নম্বর সহ  Electrical Engineering/Electrical & Electronics Engineering এর মধ্যে যেকোনো একটি বিষয়ে তিন বছরের ডিপ্লোমা  থাকতে হবে ।


সংরক্ষিত প্রার্থীদের শুধুমাত্র পাশ নম্বর থাকলেই আবেদন করতে পারবেন।



পদের নাম :- ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (T & I)

শিক্ষাগত যোগ্যতা :- 55 শতাংশ নম্বর সহ Electronics & Communication Engineering/Electronics & Telecommunication Engineering/Electronics & Radio Communication Engineering/Instrumentation & Control Engineering/Instrumentation & Process Control Engineering/Electronics Engineerin এর মধ্যে যেকোনো একটি বিষয়ে তিন বছরের ডিপ্লোমা  থাকতে হবে ।


সংরক্ষিত প্রার্থীদের শুধুমাত্র পাশ নম্বর থাকলেই আবেদন করতে পারবেন।



পদের নাম :- ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (অপারেশন)

শিক্ষাগত যোগ্যতা :- 55 শতাংশ নম্বর সহ  Chemical Engineering/Mechanical Engineering/Automobile Engineering/Electrical Engineering/Electrical & Electronics Engineering  Electronics & Communication Engineering/Electronics & Telecommunication Engineering/Electronics & Radio Communication Engineering/Instrumentation & Control Engineering/Instrumentation & Process Control Engineering/Electronics Engineering এর মধ্যে যেকোনো একটি বিষয়ে তিন বছরের ডিপ্লোমা  থাকতে হবে।


সংরক্ষিত প্রার্থীদের শুধুমাত্র পাশ নম্বর থাকলেই আবেদন করতে পারবেন।



পদের নাম :- ইঞ্জিনিয়ারিং অ্যাটেনডেন্ট- l

শিক্ষাগত যোগ্যতা :-  মাধ্যমিক পাশ এবং যেকোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান বা বোর্ড থেকে ITI কোর্স করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের অবশ্যই SCVT/NCVT অনুমোদিত Trade Certificate/National Trade Certificate থাকতে হবে।



বয়স সীমা :- 

12/09/2022 তারিখে আবেদনকারীর বয়স 18 থেকে 26 বছরের মধ্যে হতে হবে। 

SC/ST প্রার্থীরা 5 বছর এবং ও OBC প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন।


বেতন :- 

23,000/- টাকা থেকে 78,000/-টাকা (টেকনিক্যাল অ্যাটেনডেন্ট -I পদের জন্য)

25,000/- টাকা থেকে 1,05,000/-টাকা(অন্যান্য  পদের জন্য)


আবেদন পদ্ধতি :- 

1. অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে (লিঙ্ক নিচে দেওয়া হয়েছে)।

2. আবেদনের সময় বৈধ ইমেল আইডি এবং ফোন নম্বর থাকতে হবে।

3. সাম্প্রতিক পাসপোর্ট সাইজ কালার ছবি (20-50 kb) এবং কালো পেন দিয়ে স্বাক্ষর (10-30 kb) করা স্ক্যান কপি আপলোড করতে হবে।

4. এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।

5. আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশটি ভালোভাবে পড়ে নিন।


আবেদন ফ্রি :- 

জেনারেল, OBC এবং EWS প্রার্থীদের আবেদন ফ্রি বাবদ 100/- টাকা দিতে হবে।

 SC/ST/PwBD প্রার্থীদের কোনো প্রকার আবেদন ফ্রি লাগবে না।



অনলাইন পেমেন্টের শেষ তারিখ :- 10/10/2022 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন ফ্রি পেমেন্ট করতে হবে।


অনলাইনে আবেদের শেষ তারিখ :- 10/10/2022


নিয়োগ পদ্ধতি :-  লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট/ প্রফিসিয়েন্সি এবং ফিজিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।


লিখিত পরীক্ষা :-

তারিখ : 06/11/2022

মোট নম্বর : 100

প্রশ্নের মান : 1

প্রশ্নের ধরন : MCQ

পরীক্ষার সময় : 90 মিনিট 120 মিনিট (PwBD প্রার্থীদের জন্য)


ভুল উত্তরে কোনরকম নেগেটিভ মার্ক নেই। পরীক্ষার দিন সকল প্রার্থীকে  অবশ্যই আইডি প্রুফ  আনতে হবে। 



Official Notification

Apply Link

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.