Eastern Railway Recruitment Notification 2022


মাধ্যমিক পাশ করলেই পূর্ব রেলে চাকরি, মোট শূন্যপদ 3115 টি- এখনই অনলাইনে আবেদন করুন


পূর্ব রেলের বিভিন্ন শাখায় কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ট্রেনিং এর মাধ্যমে নিয়োগ করা হবে। যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল ফিটার, ওয়েল্ডার, মেকানিস্ট, প্রিন্টার, কার্পেন্টার, লাইনম্যান, ইলেকট্রিশিয়ান ইত্যাদি। যে কোন ভারতীয় নাগরিকই এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীরা 29শে সেপ্টেম্বর, 2022 বা তার আগে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারবেন।


পদের নাম, শূন্য পদের সংখ্যা কয়টি, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য আজকের প্রতিবেদনটি দেখুন।

Eastern Railway Recruitment 2022 : 


পদের নাম :- Apprentice







মোট শূন্যপদ :- 3,115 টি






নিয়োজিত স্থান অনুযায়ী শূন্য পদের বিন্যাস গুলি হল :-
হাওড়া সাব ডিভিশন- 659 টি 
শিয়ালদা সাব ডিভিশন- 440 টি
মালদা সাব ডিভিশন- 148 টি
আসানসোল সাব ডিভিশন- 412 টি
জামালপুর ওয়ার্কশপ- 667 টি
কাঁচরাপাড়া ওয়ার্কশপ- 187 টি
লিলুয়া ওয়ার্কশপ- 612 টি





বয়স সীমা :- আবেদনকারীর বয়স 29/10/2022 তারিখে 25 বছর থেকে 24 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।






শিক্ষাগত যোগ্যতা :-
1. যে কোন স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে 50 শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ করতে হবে।
2. এছাড়াও সংশ্লিষ্ট ট্রেডে NCVT/SCVT সার্টিফিকেট থাকতে হবে।






বেতন :- বেতন সম্পর্কিত কোনরকম তথ্য অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ করা হয়নি।







আবেদন ফি :- জেনারেল/OBC প্রার্থীদের জন্য 100/- টাকা আবেদন ফি হিসেবে দিতে হবে। মহিলা/ST/SC/PwBD প্রার্থীদের কোনোরকম আবেদন ফি লাগবে না।





আবেদন করার পদ্ধতি :- www.rrcer.con
ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময় মোবাইল নাম্বার, ইমেল আইডি, সিগনেচার সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসের স্ক্যান কপি আপলোড করতে হবে। আবেদন করার পূর্বে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালোভাবে পড়ে নিন।







প্রয়োজনীয় ডকুমেন্টস :-
যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে সেগুলি হল -
1. পাসপোর্ট সাইজ ছবি
2. শিক্ষাগত যোগ্যতার মার্কশীট
3. কাস্ট সার্টিফিকেট
4. ITI সার্টিফিকেট






নিয়োগ পদ্ধতি :- ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে।




অনলাইন আবেদনের শেষ তারিখ :-29/10/2022







কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.