রাজ্যের ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রফেসর নিয়োগ, মোট শূন্য পদ 67 টি
রাজ্যের ইউনিভার্সিটিতে 67 টি শূন্য পদে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর প্রভৃতি বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনো চাকরি প্রার্থী এই পদের জন্য যোগ্য।
শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য আজকের প্রতিবেদনটি দেখুন।
পদের নাম :-
প্রফেসর
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর
মোট শূন্যপদ :- 67 টি
শিক্ষাগত যোগ্যতা :-
প্রফেসর - এই পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে Ph.D থাকতে হবে এবং সঙ্গে UGC অন্তর্ভুক্ত হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ফিল্ডে দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অ্যাসোসিয়েট প্রফেসর - এই পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে Ph.D থাকতে হবে এবং সঙ্গে UGC অন্তর্ভুক্ত হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ফিল্ডে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর :- এই পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে 50 শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর /Post Graduate করা থাকতে হবে এবং সঙ্গে UGC/CSIR -এর NET পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে।
বয়স সীমা :- আবেদনকারীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন :- মাসিক বেতন 57,700/ থেকে 1,82,400/- টাকা
আবেদন পদ্ধতি :-
1. অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ।
2. প্রথমে অফিসিয়াল লিঙ্ক থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে ( লিঙ্ক নিচে দেওয়া হয়েছে)।
3. আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সহ নিচে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে।
4. আবেদন পত্র জমা দেওয়ার পূর্বে অফিসিয়াল নোটিশটি ভালোভাবে পড়ে নিন।
অফলাইন আবেদনের শেষ তারিখ :- 11 অক্টোবর, 2022
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :- The Office of the Hon'ble Vice-chancellor, University of Calcutta, Darbhanga Building, 1st Floor, 87/1 College Street, Kolkata - 700073
আবেদন ফ্রি :-
550/-টাকা (General)
250/- টাকা (OBC)।
SC/ST এবং প্রতিবন্ধী প্রার্থীদের কোনোরকম আবেদন ফ্রি লাগবে না ।
নিয়োজিত ডিপার্টমেন্টগুলির নাম :- যে সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সেগুলি হল-
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, পলিমার সায়েন্স এন্ড টেকনোলজি এবং অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টে ।
কোন মন্তব্য নেই: