রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে চাকরি | west Bengal Child Protection Department Job Recruitment 2022


রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে চাকরি, নিম্নতম যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ- এখনই অফলাইনে আবেদন করুন


পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ ওম্যান এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার -এ কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডাটা এন্টি অপারেটর, কাউন্সিলর, ডাটা এনালিস্ট ইত্যাদি বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিকই এই পদগুলির জন্য যোগ্য। আবেদনকারীরা অফলাইনের মাধ্যমে 4 নভেম্বর, 2022 বা তার আগে তাদের আবেদনপত্রগুলি জমা করতে পারবেন।

পদের নাম, শূন্য পদের সংখ্যা কয়টি, বয়স সীমা এবং অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য আজকের প্রতিবেদনটি দেখুন।


পদের নাম :- Assistant cum Data Entry Operator
মোট শূন্যপদ :- 01 টি

বয়স সীমা :- আবেদনকারীর বয়স 01/01/2022 তারিখে 18 বছর থেকে 35 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা :-
1. উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে।
2. কম্পিউটার অপারেশনের ওপর নলেজ থাকতে হবে।
3. কম্পিউটার অপারেশনে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন :- মাসিক বেতন 12,000/- টাকা


পদের নাম :- Data Analyst
মোট শূন্যপদ :- 01 টি

বয়স সীমা :- আবেদনকারীর বয়স 01/01/2022 তারিখে 18 বছর থেকে 35 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা :-
1. কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে গ্রাজুয়েশন পাশ করতে হবে।
2. সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন :- মাসিক বেতন 15,400/- টাকা

পদের নাম :- Counsellor
মোট শূন্যপদ :- 01 টি

বয়স সীমা :- আবেদনকারীর বয়স 01/01/2022 তারিখে 18 বছর থেকে 35 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা :-
1. সোশ্যাল ওয়ার্ক/ সোসিওলজি/সাইকোলজি/পাবলিক হেলথ/কাউন্সিলিং নিয়ে গ্রাজুয়েশন পাশ করতে হবে।
2. কম্পিউটারে কাজ করার নলেজ থাকতে হবে।
3. চাইল্ড ওয়েলফেয়ার/ কাউন্সিলিং সম্পর্কে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
 

বেতন :- মাসিক বেতন 15,400/- টাকা


পদের নাম :- Legal cum Probation Officer
মোট শূন্যপদ :- 01 টি

বয়স সীমা :- আবেদনকারীর বয়স 01/01/2022 তারিখে 18 বছর থেকে 45 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা :-
1. যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে LLB পাশ করতে হবে।
2. কম্পিউটারে অপারেশান সম্পর্কে নলেজ থাকতে হবে।
3. চাইল্ড ওয়েলফেয়ারে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
 

বেতন :- মাসিক বেতন 23,100/- টাকা

পদের নাম :- Protection Officer 
মোট শূন্যপদ :- 01 টি

বয়স সীমা :- আবেদনকারীর বয়স 01/01/2022 তারিখে 18 বছর থেকে 45 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা :-
1. সোশ্যাল ওয়ার্ক/ সোসিওলজি/চাইল্ড ডেভেলপমেন্ট/হিউম্যান রাইটস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন/সাইকোলজি/পাবলিক হেলথ/সাইকিয়াট্রি/ল/কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট কাউন্সিলিং নিয়ে গ্রাজুয়েশন পাশ করতে হবে।
2. কম্পিউটার অপারেশন এবং কাউন্সিলিং সম্পর্কে নলেজ থাকতে হবে।
3. চাইল্ড ওয়েলফেয়ার সম্পর্কে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
 

বেতন :- মাসিক বেতন 23,100/- টাকা

 আবেদন করার পদ্ধতি :-
1. অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
2. অফিশিয়াল লিংকে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফরমটি ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ নির্দিষ্ট ঠিকানায় স্পীড পোষ্ট বা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :- District Child Protection Unit, Office of the District Magistrate, Kutchery Compound, Darjeeling -734101

প্রয়োজনীয় ডকুমেন্টস:- যে সমস্ত ডকুমেন্টগুলি সেলফ অ্যাটেস্টেড সহ জমা করতে হবে সেগুলি হল-
1. 2 কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ ফটো 
2. বয়সের প্রমাণপত্র
3. রেসিডেন্টাল প্রুফ 
4. সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশীট ও সার্টিফিকেট 
5.অভিজ্ঞতার সার্টিফিকেট 
6.কম্পিউটার সার্টিফিকেট

নিয়োগ পদ্ধতি :-
1. লিখিত পরীক্ষা
2. কম্পিউটার টেস্ট
3. ইন্টারভিউ


অফলাইন আবেদনের শেষ তারিখ :- 04/11/2022

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.