আশা কর্মী নিয়োগ, নিম্নতম যোগ্যতা মাধ্যমিক পাশ- এখনই আবেদন করুন
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর কর্তৃক আশা কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেবলমাত্র বিধবা, বিবাহিত এবং ডিভোর্সী মহিলা প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। যোগ্য প্রার্থীরা 25 সেপ্টেম্বর, 2022 বা তার আগে অনলাইনে আবেদন করতে পারবেন।
কোন জেলায় নিয়োগ হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা এবং অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য আজকের প্রতিবেদনটি দেখুন।
আশা কর্মী নিয়োগ 2022 :-
পদের নাম :- আশা কর্মী
বয়স সীমা :-
01/07/2022 তারিখে আবেদনকারীর বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা :-
1. যেকোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা তার সমকক্ষ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
2. এছাড়াও উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে উচ্চ শিক্ষাগত যোগ্যতার মান বিবেচিত হবে না।
আবেদনকারী প্রার্থীকে অবশ্যই মালদা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদন পদ্ধতি:-
- আগ্রহী প্রার্থীরা www.malda.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
- অনলাইনে আবেদন করার সময় আবেদনকারীর অবশ্যই বৈধ ইমেইল আইডি ও ফোন নম্বর থাকতে হবে।
নিয়োগের স্থান :- মালদা জেলার সদর সাব ডিভিশনের অন্তর্গত বিভিন্ন ব্লকে
নিয়োজিত ব্লকের নাম :- যে সমস্ত ব্লকে নিয়োগ করা হবে সেগুলি হল- মানিকচক (গোপালপুর, চৌকি মিরদা, হিরন্দপুর), ইংলিশ বাজার (বিনোদপুর, মিল্কি, নরহাটা), গাজল (গাজোল-I, আলাল শাহজাদপুর) কালিচক-I (মোজামপুর) কালিচক-ll (আলিপুর-II), কালিচক-II (বাঙ্গিতোলা), কালিচক-III (আকন্দবারিয়া)।
প্রয়োজনীয় ডকুমেন্ট ইন্টারভিউ এর দিন যে সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেগুলি হল -
1.ভোটার কার্ড
2.মাধ্যমিকের সার্টিফিকেট ও মার্কশিট
3.বয়সের প্রমাণপত্র
4.কাস্ট সার্টিফিকেট
5.রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
অনলাইন আবেদনের শেষ তারিখ :- 25/09/2022
কোন মন্তব্য নেই: