বিরাট সুখবর রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য যদি আপনারা উচ্চমাধ্যমিক পাস হয়ে থাকেন তবে আপনিও পেতে পারেন এই চাকরিটি কারণ রাজ্যে নতুন করে ভলেন্টিয়ার পদে নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দৈনিক বেতন এই ভিত্তিতে এই ভলেন্টিয়ার কর্মী নিয়োগ করা হবে কোন কোন পদে নিয়োগ করা হবে মোট কতগুলি শূন্য পদ আছে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু বিস্তারিত ভাবে এই প্রতিবেদনে আলোচনা করা হলো।
পদের নাম : ভলেন্টিয়ার
মোট শূন্যপদ : 12 টি
শিক্ষাগত যোগ্যতা: উচচমাধ্যমিক পাস
বেতন : প্রতিদিন ৫০০ টাকা।
আবেদন প্রক্রিয়া : অফলাইনে আবেদন করা যাবে। নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্র ডাউনলোড করে প্রিন্ট আউট করে সঠিকভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযোগ করে একটি মুখবন্ধ খামে ভরে ৫ টাকা পোস্টাল স্ট্যাম্প সংযোগ করে নিচে দেওয়া উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা : The Chairman District Legal Service Authority Jhargram District Judge Court Complex jhargam, pin- 721507
নিয়োগ পদ্ধতি : শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ : 9 সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করাতে হবে।
নিয়োগের স্থান : ঝাড়গ্রাম জেলার ঝারগ্রাম, জামবনী, সাঁকরাইল, গোপীবল্লভপুর 1 , 2 নয়াগ্রাম, বিনপুর ১ ,২ ব্লক এ নিয়োগ করা হবে।
কোন মন্তব্য নেই: