রাজ্যে কলেজে প্রচুর কর্মী নিয়োগ ২০২২ - স্নাতক পাশে


রাজ্যে কলেজে নন টিচিং স্টাফ পদে কর্মী নিয়োগ - ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে



রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন এন্ড রিসার্চ দপ্তরের নন টিচিং ও টিচিং স্টাফ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। ভারতীয় নাগরিক হলেই আবেদন করতে পারবেন। দেখে নিন শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি বিস্তারিত আজকের এই প্রতিবেদনে।


WB COLLEGE NON-TEACHING STAFF RECRUITMENT :



পদের নাম

Post Code

Vaccancy

Guest House & Hostel Supervisor

NT-03

1

Secretary II Register

NT-06

1

Accountant

NT-07

1

Desk Receptionist

NT-08

1

Translator

NT-09

1

 

শিক্ষাগত যোগ্যতা :-

পদের নাম

শিক্ষাগত যোগ্যতা

Guest House & Hostel Supervisor

 পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকলে যে কোন বিষয়ের উপর আবেদন করতে পারবেন

Secretary II Register

যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার ডিগ্রী থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে

Accountant

যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে B.COM ডিগ্রী থাকতে হবে এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে

Desk Receptionist

যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে

Translator

বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে হিন্দি তে মাস্টার্স ডিগ্রি করা থাকতে হবে এবং হিন্দি থেকে ইংলিশ ট্রান্সলেশন এর ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।



বয়সসীমা :-
উক্ত পথগুলির জন্য প্রার্থীদের বয়স ৪০ এর মধ্যে হতে হবে।




আবেদন পদ্ধতি :-
ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমেও আবেদন করতে পারবেন এছাড়াও অনলাইনে আবেদন করতেও পারবেন আপনারা নিচে দেওয়া লিঙ্ক থেকে।



আবেদনের শেষ তারিখ :- অনলাইনে আবেদন করলে ২৯ আগষ্ট ২০২২ প্রযন্ত আবেদন করতে পারবেন এছাড়া অফলাইনের মাধ্যমে আবেদন করলে ৭ সেপ্টেম্বর ২০২২।



আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :- The Register I/C , Niper - Kolkata,168, Chunnilal Bhawan, Maniktala Main Road , Kol -54



খামের উপর লিখবেন : Name Of the Post For" & Post Code __ Employment Notification No ____ 


আবেদন মূল্য :- 
Unreserved - ১০০০ টাকা 
SC/ST/PWD - ৫০০ টাকা 




কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.