DRDO - তে প্রচুর কর্মী নিয়োগ হবে, মাধ্যমিক পাশে আবেদন করুন
কেন্দ্রীয় সরকারের DRDO তে ১,৯০১ টি শূন্যপদে কর্মী নিয়োগ। গ্রুপ সি আর গ্রুপ বি পদে কর্মী নিয়োগ হবে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন।
DRDO তে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ :-
দেখে নিন কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, সহ রইল আজকের এই প্রতিবেদনে।
পদের নাম :- টেকনিক্যাল - A
পোস্ট কোড :- ০২০২-০২২১
মোট শূন্যপদ :- ৮২৬ টি
শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাসের সঙ্গে আইটিআই (ITI) সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে।
বয়স :- ১৮ থেকে ২৮ এর মধ্যে হতে হবে।
বেতন :- পে কমিশন ২ অনুযায়ী বেতন দেওয়া হবে।
চাকরীর খবর : রাজ্যে ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ
পদের নাম :- সিরিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
পোস্ট কোড :- ০১০১-০১২৩
মোট শূন্যপদ :- ১০৭৫ টি
শিক্ষাগত যোগ্যতা :- স্নাতক পাস হতে হবে যে কোন শিক্ষিত পাওয়া বিশ্ববিদ্যালয় থেকে ।( B.SC - BOTANY/AGRICULTURE/CHEMISTRY/COMPUTER SCIENCE) OR B.TECH/ DIPLOMA ON CIVIL OR ELECTRICAL & ELECTRONICS ENGINEERING .
বেতন :- পে কমিশন ৬ অনুযায়ী বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি :-
- অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।
- প্রার্থীদের বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে।
আবেদন মূল্য :-
UNRESERVED ও OBC দের ১০০ টাকা আবেদন মূল্য দিতে হবে।
SC ST PWD দের কোনো আবেদন মূল্য লাগবে না।
নিয়োগ পদ্ধতি :-
লিখিত পরীক্ষা ও ট্রেড টেস্টের মাধ্যমে নিয়োগ হবে।
নিয়োগ স্থান :- গোটা দেশের মধ্যে পোস্টিং হবে।
আবেদন শুরু : ৩ সেপ্টেম্বর ২০২২
আবেদন শেষ তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২২
কোন মন্তব্য নেই: