রাজ্যে নতুন করে আশা কর্মী নিয়োগ 2022

 



রাজ্যে আশা কর্মী পদে কর্মী নিয়োগ - ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে



রাজ্যে মহিলা চাকরি প্রার্থীদের জন্য সুখবর। বিভিন্ন সাব ডিভিশনে আশা কো-অর্ডিনেটর নিয়োগ হবে। দেখে নিন কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি দেওয়া থাকলেও আজকের প্রতিবেদনে।




Asha Karmi  Recruitment Notification ২০২২



পদের নাম ও মোট শূন্য পদ :-
আশা কর্মী শূন্যপদ 69 টি



শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন।


বয়স:- ৪০ বছরের মধ্যে হতে হবে ০১/০১/২০২২ অনুযায়ী।


নিয়োগ পদ্ধতি :- মাধ্যমিক পরীক্ষার নম্বরের ভিত্তি করে ও ইন্টারভিউয়ের মাধ্যমে 


আবেদন পদ্ধতি :- 
নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নেবেন। আবেদনপত্র প্রিন্ট করার পর সঠিক তথ্য দিয়ে আবেদন পত্রটি ফিলাপ করবেন।
খামের উপর লিখবেন ( Application For The Post of  Asha __ Village Under ____ Health Sub Centre __________ )


আবেদনপত্র পাঠানোর ঠিকানা :- 
To, The Development Officer , __ Development Block , at B.D.O office , At P.O ___ , P.S ____ , Dist - Purulia , WB , Pin - __



Coochbehar Asha Karmi Recruitment 2022 :-


পদের নাম ও মোট শূন্য পদ :-
আশা কর্মী শূন্যপদ 46 টি



শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন।


বয়স:- ৪০ বছরের মধ্যে হতে হবে ০১/০১/২০২২ অনুযায়ী।


নিয়োগ পদ্ধতি :- মাধ্যমিক পরীক্ষার নম্বরের ভিত্তি করে ও ইন্টারভিউয়ের মাধ্যমে 


আবেদন পদ্ধতি :- 
নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নেবেন। আবেদনপত্র প্রিন্ট করার পর সঠিক তথ্য দিয়ে আবেদন পত্রটি ফিলাপ করবেন।
খামের উপর লিখবেন ( Application For The Post of  Asha __ Village Under ____ Health Sub Centre __________ )


আবেদনপত্র পাঠানোর ঠিকানা :- 
To, The Development Officer , __ Development Block , at B.D.O office , At P.O ___ , P.S ____ , Dist - Coochbehar , WB , Pin - __





আবেদনের শেষ তারিখ- 
আবেদনপত্র করার শেষ তারিখ ১২ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিকাল ৩ টার মধ্যে। 







কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.