5 Best Career Options after Passing the High School

5 Best Career Options after Passing the High School: উচ্চমাধ্যমিক পাস করার পর আমাদের প্রতেকের একটা স্বপ্ন থাকে যে আমরা আমাদের কেরিয়ার তৈরি করব, একটি সুরক্ষিত ও সম্মানিয় প্রফেশান তৈরি করব, কিন্তু আমরা বুঝতে পারি না যে কি নিয়ে পড়াশোনা করব ? নিজেকে কি হিসাবে তৈরি করব ? 

আজ আমরা তোমাদের সমস্ত কনফিউসান দূর করে দেবার চেষ্টা করব আজকের এই প্রতিবেদনের মাধ্যমে ।

আমরা ৫ টি এমন ফিল্ড বা কেরিয়ার এর কথা এখানে শেয়ার করছি যে গুলো সথিক ভাবে নিজের জিবনে অ্যাপ্লাই করলে সাফল্য তোমরা পাবেই । 

এই সমস্ত তথ্য গুলি ভাল ভাবে পরে দেখে ইন্টারনেট ও বিভিন্ন বই থেকে সংগ্রহ করা হয়েছে । 

তবে তার আগে বলে দিই যে, সর্বদা নিজের যেটা ভালো পারেন, বোঝেন, যেখানে আপনার সখ, প্যাসান আছে সেটিই বেছে নেবার চেষ্টা করবেন ।


১) মেডিকেল ফিল্ড 

প্রথমত বলে রাখি আপনারা যদি সাইন্স নিয়ে স্কুলে পড়াশোনা করে থাকেন তো অবশ্যই চেস্টা করবেন মেডিকেল লাইনে প্রবেশ করার, কারন এই ফিল্ডের কখন শেষ নেই , তবে সাইন্স ছাড়াও আপনারা এই ফিল্ডে প্রবেশ করতে পারেন বিভিন্ন ডিপ্লোমা কোর্স এর মাধ্যমে । যেমন - ল্যাব টেকনিশিয়ান, নার্সিং ইত্যাদি । 


২) BBA & MBA 

আপনারা বিবিএ করতে পারেন তারপরে এম্বিএ করতে পারেন, এতি একটি ম্যানেজমেন্ট কোর্স, এই কোর্স টি বিজনেস এর অপরে করানো হয় । এই কোর্স কমপ্লিট করে আপনি নিজের StartUp শুরু করতে পারেন আবার কোন বড় কোম্পানির HR বা  Advisor হিসাবেও কাজ করতে পারেন ও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন । 


৩) Hotel Management & Food Industry 

আপনি স্কুল শেষ করার পর হোটেল ম্যানেজমেন্ট করতে পারেন বা ফুড ইন্ডাস্ট্রি তে প্রবেশ করতে পারেন । বর্তমানে এর চাহিদা দিন দিন বেরেই চলেছে । 


৪) গ্রাফিক্স ডিজাইন

Graphics Design হল এমন একটি ফিল্ড এখানে পড়াশোনা করে আপনি বড় মাপের গ্রাফিক্স ডিজাইনের কাজ ও করতে পারেন আবার স্বাধীন ভাবে এখন গ্রাফিক্স ডিজাইনার হিসাবে ফ্রিলান্সার হিসাবে বিভিন্ন কোম্পানি তে কাজ করতে পারেন । এক্ষেত্রে আপনি নিজেকে একজন সফল ভাবে গরে তুলতে পারেন, বর্তমানে এর চাহিদা শীর্ষে অবস্থান করে ।


৫) ডিজিটাল মার্কেটিং 

বর্তমানে সমস্ত কিছুই ডিজিটাল , তাই মানুশের ব্যবসা ও মানুষ ডিজিটাল করে নিচ্ছে । তাই ডিজিটাল মার্কেটিং শিখে রাখা অত্যন্ত প্রয়জন । আর এটি এখন প্রায় মানুষ ই কেরিয়ার হিসাবে বেছে নিচ্ছে । এক্ষেত্রেও আপনি বড় কোম্পানিতে এখন ডিজিটাল মার্কেটিং এর চাকরি করতে পারেন আবার একসাথে একের অধিক কোম্পানির হয়েও কাজ করতে পারেন, আবার চাইলে নিজের StartUp শুরু করতে পারেন আবার Freelancer হিসাবেও কাজ করতে পারেন । 


উপরে উল্লেখ্য সমস্ত তথ্য পরে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সব বন্ধু দের  সাথে শেয়ার করবেন ও নিজের Bookmark এ Save করে নিতে পারেন আমাদের Website । 

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.