SSC Head Constable Recruitment Notification 2022

SSC Head Constable Recruitment Notification 2022

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে হেড কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে তা তারই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মোট শূন্য পদের সংখ্যা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং কিভাবে আবেদন করবেন এখানে তা বিস্তারিতভাবে নিচের প্রতিবেদনে আলোচনা করা হলো। যেহেতু এটি একটি কেন্দ্রীয় সরকারী চাকরি তো ভারতীয় নাগরিক হলেই আপনার এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলার বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন।

পদের নাম- Head Constable (Male)

মোট শূন্যপদ : ৫৭৩ টি ( UR - ২১৩, EWS - ৫৮, OBC - ১২৮, SC-১০৬,ST- ৬৮)

পদের নাম : Head Constable (Female)

মোট শূন্যপদ: ২৪৮ টি ( UR - ১০৭, EWS - ২৯, OBC - ৬৩, SC-৫২,ST- ৩৩)


গুরুত্তপুর্ন কিছু তারিখ ঃ 


বয়স সীমা: প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে বয়স হিসাব করতে হবে ১ জুলাই ২০২২ তারিখ অনুযায়ী । অর্থাৎ ০২/০৭/১৯৯৫ থেকে ০১/০৭/২০০৪ তারিখের মধ্যে  । তবে SC ST OBC প্রার্থী যারা আছেন বয়সের ঊর্ধ্বসীমা তে ছাড় পেয়ে যাবেন ।

শিক্ষাগত যোগ্যতা : যে কোন বোর্ড থেকে বিজ্ঞান বা অংক নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে অথবা NTC অনুমোদিত যে কোন শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মেকানিক কাম অপারেটর ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেমের কোর্স করে থাকতে হবে।  এছাড়া ১৫ মিনিটে এক হাজারটি ইংরেজি শব্দ প্রেস করার দক্ষতা রাখতে হবে এবং বেসিক কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

বেতন : পে লেভেল  অনুযায়ী ২৫৫০০ থেকে ৮১ ১০০ টাকা বেতন প্রদান করা হবে। 

আবেদন প্রক্রিয়াকরণ : যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে চাইছেন আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নিচে উল্লেখিত ওয়েবসাইটে প্রবেশ করে আপনি খুব সহজেই একটি বৈধ ইমেইল আইডি ও ফোন নম্বর ও অন্যান্য জরুরি তথ্য দিয়ে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। 

আবেদন মূল্য : আবেদন মূল্য হিসাবে ১০০ টাকা ধার্য করা হয়েছে তবে SC, ST, এক্স সার্ভিসম্যান ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোন রকম আবেদন মূল্য দিতে হবে না অনলাইনে মাধ্যমে আবেদন মূল্য জমা করাতে পারবেন ৩০ শে জুলাই ২০২২ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদনমূল্য জমা করা যাবে। 

আবেদনের শেষ তারিখ - ২৯ শে জুলাই ২০২২ তারিখ আবেদনের জন্য শেষ তারিখ ধার্য করা হয়েছে। 

প্রার্থী বাছাই প্রক্রিয়া : 

  • প্রথমে কম্পিউটার বেষ্ট টেস্ট (CBT) নেওয়া হবে তারপর 
  • ফিজিক্যাল এনডিউরেন্স এন্ড মেজারমেন্ট টেস্ট নেওয়া হবে তারপর 
  • ট্রেড টেস্ট নেয়া হবে তারপর 
  • কম্পিউটার টেস্ট এবং টাইপিং টেস্ট এর উপর নির্ভর করে প্রার্থী নির্বাচন করা হবে । 
  • CBT টেস্ট হবে মোট ১১ নম্বরের কোনরকম নেগেটিভ মার্কিং নেই প্রশ্নের ভাষা হবে হিন্দি এবং ইংরেজিতে। 

এক্সাম সেন্টার : বর্ধমান দুর্গাপুর শিলিগুড়ি আসানসোল সহ কলকাতাতেও পরীক্ষা কেন্দ্র রয়েছে। 

কোন কোন বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে তা নিম্নে দেওয়া হলো 

  • জেনারেল সাইন্স ম্যাথামেটিক্স
  • রিজনিং
  • কম্পিউটার ফান্ডামেন্টাল
  • মাইক্রোসফট এক্সএল মাইক্রোসফট ওয়ার্ড কমিউনিকেশন ইন্টারনেট ওয়েব ব্রাউজার ইত্যাদি


নিচে অফিশিয়াল নোটিশ দেওয়া হল সম্পূর্ণটি বিস্তারিত পড়ে ও বুঝে তারপরে আবেদন করবেন


অফিসিয়াল নোটিস - Download Now

Apply Online - Click Here

অন্যান্য চাকরির খবর - Click Here

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.