Indian Army Recruitment 2022 – Apply Online for the Vacancy 60th SSC (Men) & 31th SSC (Women)



Indian Army Recruitment 2022 – Apply Online for the Vacancy 60th SSC (Men) & 31th SSC (Women)

পদের নাম ঃ Indian Army 60th SSC (Men) & 31th SSC (Women)

মোট শুন্যপদ ঃ ১৯১ টি 

আবেদন শুরু ঃ ২৬/০৭/২০২২

আবেদন শেষ ঃ ২৪/০৮/২০২২

ভারতীয় সেনাবাহিনীতে শর্ট সার্ভিস কমিশন (এসএসসি) কোর্স অনুদানের জন্য প্রতিরক্ষা কর্মীদের জন্য 60 তম এসএসসি (টেক-মেন) এবং 31 তম এসএসসি (টেক-মহিলা) এর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে সমস্ত প্রার্থীরা শূন্যপদের বিবরণে আগ্রহী সম্পূর্ণ করা বিজ্ঞপ্তিটি পড়ে অনলাইনে আবেদন করতে পারেন।


বয়সসীমা ঃ SSC (T)-60 পুরুষ এবং SSCW (T) 31 জন মহিলার জন্য: 01-04-2023 তারিখ অনুযায়ী 20 থেকে 27 বছর হতে হবে । (02 এপ্রিল 1996 এবং 01 এপ্রিল 2003 এর মধ্যে জন্মগ্রহণকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন । )

ভারতীয় সশস্ত্র বাহিনীতে প্রতিরক্ষা কর্মীরা যারা শুধুমাত্র দেশের শহিদ হয়েছেন,  বিধবাদের জন্য :

SSCW (নন টেকনিক্যাল-নন UPSC) এবং SSCW (টেক): 01-04-2023 তারিখ অনুযায়ী বয়স সর্বোচ্চ 35 বছর । 

যোগ্যতা ঃ 

এসএসসি (টেক) (পুরুষ ও মহিলা) এর জন্য:

যে সমস্ত প্রার্থীরা প্রয়োজনীয় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সে উত্তীর্ণ হয়েছেন বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সের শেষ বর্ষে আছেন তারা আবেদন করতে পারবেন । 

শহিদ প্রতিরক্ষা কর্মীদের বিধবা স্ত্রী দের জন্য :

SSCW (Non Tech) (Non UPSC): যেকোনো বিষয়ে স্নাতক

SSCW (Tech): যেকোনো ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে BE/ B.Tech।

খালি পদের বিবরণ

SSCM (T) - 60 এবং SSCW (T)-31-এর জন্য

  • পুরুষ মোট - 175 টি  
  • মহিলা মোট 14 টি 

শহিদ প্রতিরক্ষা কর্মীদের বিধবা স্ত্রী জন্য 

  • SSC(W) টেক 01
  • SSC(W)(নন টেক) (নন UPSC) 01

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করার আগে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে নেবেন ।  


 


Apply Now - Click Here

Official Notice - Download Now

Official Website - Visit Now

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.