সরকারী স্কুলে অষ্টম শ্রেনী পাশ যোগ্যতায় Group D পদে চাকরি | West Bengal Group D Recruitment Notification in Govt School
সরকারী স্কুলে অষ্টম শ্রেনী পাশ যোগ্যতায় Group D পদে চাকরি | West Bengal Group D Recruitment Notification in Govt School
রাজ্যে স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগ আবেদন করা যাবে অষ্টম শ্রেণি যোগ্যতায় । পশ্চিমবঙ্গের রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য আরো একবার সুখবর রাজ্য একটি স্কুলে নতুন করে শিক্ষক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে এবং তার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে এইট পাস করলেই আবেদন করা যাবে এবং এছাড়াও অন্যান্য যোগ্যতায় অন্যান্য পদে আবেদন করতে পারবেন আপনারা আবেদন পদ্ধতি কি আছে অন্যান্য শর্তাবলী কি বলা হয়েছে? শিক্ষাগত যোগ্যতা সহ বাকি সমস্ত কিছু বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে নিন।
পদের নাম ও শিক্ষাগত যোগ্যতার বিবরণঃ
পদের নাম : গ্রুপ ডি পিয়ন Group D Peon
উপরে দেওয়া পদের জন্য আবেদন করতে প্রার্থীদের অষ্টম শ্রেণী অর্থাৎ এইট পাশ হলেই আবেদন করতে পারবে আবেদনকারীরা।
পদের নাম: Assistant Teacher For mathematics Class IX and X (OBC- B)
উপরোক্ত পদের জন্য প্রার্থী কেস যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সায়েন্স নিয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে সঙ্গে বিএড করা থাকতে হবে ।
পদের নাম : Assistant Teacher For pure Science for upper Primary (SC)
উপরোক্ত পদের জন্য প্রার্থীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাইন্স নিয়ে গ্রাজুয়েশন পাশ করা থাকতে হবে সাথে বিএড করা থাকতে হবে এবং টেট সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন।
পদের নাম : Assistant Teacher For Sanskrit for upper Primary (SC)
এই পদের ক্ষেত্রে যে কোন শাখায় গ্রাজুয়েশন পাশ থাকতে হবে এবং বিএড করা থাকতে হবে সাথে টেট সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন।
বয়সসীমা ঃ
উপরের সমস্ত পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২২তারিখ অনুযায়ী । তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসিমায় ছাড় পেয়ে যাবেন।
আবেদন প্রক্রিয়া
ইচুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নিচে লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে গিয়ে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং আবেদন করতে পারবেন আবেদনের জন্য একটি সঠিক ইমেইল আইডি ও ফোন নম্বর থাকতে হবে তবে পিয়ন ও অ্যাসিস্ট্যান্ট টিচার পদের ক্ষেত্রে দুটো ভিন্ন ভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
কি ডকুমেন্টস লাগবে?
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- দু কপি পাসপোর্ট সাইজ ছবি
- আধার কার্ড বা ভোটার কার্ড
- বয়সের প্রমাণপত্র এক্সপেরিয়েন্স সার্টিফিকেট
- জাতিগত শংসাপত্র
- বিএসসি বিএড ও টেট সার্টিফিকেট ( পিয়ন পদের ক্ষেত্রে এটি লাগবেনা )
প্রার্থী বাছাই প্রক্রিয়া
লিখিত পরীক্ষাও ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে তবে পিওর পদে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে না এমনটাই বলা হয়েছে।
আবেদনের জন্য লাস্ট ডেট :
আবেদনের জন্য প্রার্থীরা ১৫ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত সময় পাবেন ।
অফিসিয়াল নোটিফিকেশন Download করুন
পিয়ন পদের জন্য - Click Here
অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য - Click Here
কোন মন্তব্য নেই: