রাজ্যে লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগ আবেদন অফলাইনে মাধ্যমে করতে হবে
রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরে ১২ টি লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল।
WB Health Department Librarian Recruitment Notification: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ভারতবর্ষের নাগরিকত্ব হলেই আবেদন করা যাবে সুতরাং পশ্চিমবঙ্গের যেকোনো জেলার ছেলে ও মেয়ে আবেদন করতে পারবে ন্যূনতম ডিপ্লোমা পাশেই আবেদন করা যাবে।
Librarian Recruitment Notification : দেখেনিন আবশ্যিক যোগ্যতা , মাসিক বেতন, আবেদন মূল্য, ভ্যাকেন্সি ,বয়সসীমা ,নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ,আবেদন শুরু ও শেষ তারিখ ইত্যাদি জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
More Job Update :- PNB Recruitment
পদের নাম ও মোট শূন্যপদ :-
লাইব্রেরিয়ান পদে নিয়োগ হবে মোট 5 টি শূন্যপদ।
বেতন : পে স্কেল ১০ অনুযায়ী বেতন দেওয়া হবে প্রার্থীদের।
বয়সসীমা : ০১/০১/২০২২ অনুযায়ী ১৮ থেকে ৩৯ এর মধ্যে হলে আবেদন করতে পারবেন।
যোগ্যতা :-
- MLIS / BLIS / DIPLOMA IN LIBRARY SCIENCE অথবা যেকোন বিষয়ের উপর স্নাতক ডিগ্রি অর্জন করা থাকলে ও আবেদন করতে পারবেন।
- আরো জানতে নিচের অফিসিয়াল নোটিস টি দেখুন।
নিয়োগ পদ্ধতি :-
রিটেন পরীক্ষা ও ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য :-
কোনো আবেদন মূল্য লাগবে না।
আবেদন পদ্ধতি :-
- অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে।
- অফিসয়াল নোটিস টি ভালো করে দেখুন।
- অফলাইনে আবেদন করার শেষ তারিখ 15/07/2022 ।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :- The District Library Officer, Paschim Medinipur, Office of the District Library Officer, At- DRDA Building (2nd Floor), Zilla Parishad Campus, Midnapore-721101
কোন মন্তব্য নেই: