Sitaram Jindal Scholarship 2022


Sitaram Jindal Scholarship এর আবেদন পদ্ধতি, কারা পাবে এবং কত শতাংশ নম্বর উপর পাবে বিস্তারিত প্রতিবেদন দেওয়া হলো 



সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়া ছাত্র ছাত্রীদের BongEdutech এর তরপ থেকে শুভেচ্ছা জানিয়ে তোমাদের জন্য আজকের প্রতিবেদন দেওয়া হয়েছে 
Sitaram Jindal Scholarship এর ব্যাপারে তোমরা অনকেই জানো অনেকেই জানো না।
দেখে নাও কি ভাবে আবেদন করবে ।



কারা কারা পাবে এই স্কলারশিপ ?

সকল মাধ্যমিক ,১১ পাশ, উচ্চমাধ্যমিক , ইন্জিনিয়ারিং / মেডিকেল / Honours / ডিপ্লোমা কোর্স/ পোস্ট গ্রাজুয়েট পড়ুয়া, ITI পড়ছো যে সব ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবে।

Indian Navy 8th Pass Job Notification :- Click Here

কত শতাংশ নম্বর এর উপর স্কলারশিপ দেওয়া হবে ?








এই উপরের দেওয়া নম্বর এর এলিজিবিলিটি অনুযায়ী স্কলারশিপ দেওয়া হবে ছাত্র ছাত্রীদের।


এবারে কি ভাবে আবেদন করবেন ?

নিচে আবেদন পত্র ডাউনলোড করার লিঙ্ক নীচে দেওয়া আছে ওখান থেকে প্রিন্ট করে নিন । আবেদন অফলাইনে এর মাধ্যমে হবে নিচে দেওয়া ঠিকানায় পৌঁছে দিতে হবে।
স্টেপ বাই স্টেপ ফিলাপ করবে ।



ফরম ফিলাপ করার জন্য কি কি লাগবে ?

  • এক কপি ছবি
  • মার্কশিট (Xerox)
  • ইনকাম সার্টিফিকেট (Xerox)
  • হেড মাস্টার অথবা প্রিন্সিপাল এর স্বাক্ষর
  • মোবাইল নাম্বার ও ইমেইল আইডি 





আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা :- The Trustee, Sitaram Jindal Foundation,
Jindal Nagar, Tumkur Road, Bengaluru 560073














কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.