রাজ্যে ১৫০০০ টাকা বেতনে DM অফিসে নতুন Group C কর্মী নিয়োগ - আবেদন করুন

রাজ্যে জেলা দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । এখানে বলা হয়েছে রাজ্যে রুপশ্রী প্রকল্পে নিয়োগ করা হবে কিছু কর্মী । কোন কোন পদে নিয়োগ করা হবে ? কি ভাবে আবেদন করবেন সমস্ত কিছু বিস্তারিত ভাবে নিচে আলোচনা করা হল - 


আবেদন শুরু ঃ ২৭ শে জুন ২০২২

আবেদন শেষ ঃ ১৫ জুলাই ২০২২ বিকাল ৪ টা অবধি । 


পদের নাম ঃ ডাটা এন্ট্রি অপারেটর 

মোট ভ্যাকান্সি  ঃ ৪ টি ( UR EC - 1, OBC A - 1,  ST - 1, SC E- 1)

যোগ্যতা ঃ যেকোনো শাখায় গ্রাজুয়েশান পাশ থাকতে হবে । সাথে আবেদন কারীর টাইপিং স্পীড ৩০ টি শব্দ প্রতি মিনিট হতে হবে । 

বয়স ঃ আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে । আবেদন কারী কে বয়স হিসাব করতে হবে ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী । তবে এক্ষেত্রে সরকারী নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে যাবেন SC ST  রা ৫ বছরের ও OBC রা ৩ বছরের । 

বেতন ঃ প্রতি মাসে এই পদের জন্য ১১০০০ টাকা করে বেতন প্রদান করা হবে ।


পদের নাম ঃ Accountant 

মোট শুন্যপদ ঃ ১ টি ( SC 1 )

যোগ্যতা ঃ বানিজ্যিক বিভাগ অর্থাৎ কমার্স শাখায় গ্রাজুয়েশান পাশ থাকতে হবে । 

বয়স ঃ আবেদনকারীর বয়স ৪০ বছর থেকে ৬৪ এর  মধ্যে হতে হবে । আবেদনকারী কে বয়স হিসাব করতে হবে ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী । তবে এক্ষেত্রে সরকারী নিয়ম অনুসারে SC রা ৫ বছরের ছাড় পেয়ে যাবেন ।

বেতন ঃ প্রতি মাসে এই পদের জন্য ১৫০০০ টাকা করে বেতন প্রদান করা হবে ।


কিভাবে আবেদন করবেন ?

আবেদন পদ্ধতি অফলাইন । নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্র ডাউনলোড করে প্রিন্ট করে সঠিক ভাবে পুরন করে সাথে প্রয়োজনীয় নথিপত্র সংযোগ করে নিচে দেওয়া ঠিকানায় স্পীড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে । খামে ওপর লিখতে হবে Application for the post of ______________ ( পদের নাম )

আবেদন পত্র পাঠানোর ঠিকানা ঃ Rupashree Cell, Office of the District Magistrate, Jhargram


কি কি ডকুমেন্টস লাগবে ?

  1. ২ কপি  পাসপোর্ট ছবি 
  2. সমস্ত শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট ও সার্টিফিকেট ( জেরক্স )
  3. বয়সের প্রমানপ্ত্র
  4. কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে )
  5. আধার কার্ড / ভোটার কার্ড 


** সমস্ত অফিশিয়াল নোটিশ ভালো করে পরে বুঝে আবেদন করবেন **


অফিশিয়াল নোটিশ ঃ ডাউনলোড করুন 

অফিশিয়াল ওয়েবসাইট ঃ ভিজিট করুন 



1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.