মহিলা চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর কারণ অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোন কোন জেলায় নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সমস্ত কিছু নিচের প্রতিবেদনে step-by-step আলোচনা করা হলো
পোস্টের নাম - অঙ্গনওয়াড়ি কর্মী
- মোট শূন্যপদ - ১০ টি
- দশটি শূন্য পদের মধ্যে UR 4 SC - 1 ST - 3 OBC - 1 PH - 1
- শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো সরকারই বোর্ড অর্থাৎ যেকোনো সরকারি প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস হতে হবে এছাড়া উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো আবেদনকারীকে অবশ্যই উদয়নারায়নপুর এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে ।
পোস্টের নাম - অঙ্গনওয়াড়ি সহায়িকা
- মোট শূন্যপদ 38 টি
- শূন্য পদের মধ্যে UR 17 SC - 5 ST - 1 OBC - 12 PH - 1
- যে কোন সরকারি বিশ্ববিদ্যালয়ে অষ্টম শ্রেণী পাস করতে হবে তাছাড়া উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই উদয়নারায়নপুর এলাকার বাসিন্দা হতে হবে পারছি যে গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য আবেদন করবেন সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে ।
বয়স সীমা- উপরে উল্লেখ প্রতিটি পদের জন্য প্রার্থীর বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে 1 এপ্রিল 2022 হিসাবে বয়স হিসাব করতে হবে
বেতন- সরকারি নিয়ম অনুসারে সরকার নির্ধারিত ভাতা দেওয়া হবে
নির্বাচন পদ্ধতি-প্রথমে লিখিত পরীক্ষা ও তারপর মৌখিক পরীক্ষা উপর ভিত্তি করে প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের এবং মৌখিক পরীক্ষা হবে 10 নম্বরের 100 নম্বরের পরীক্ষা হবে।
আবেদন কিভাবে করবেন?
- আগ্রহী আবেদনকারীরা কেবলমাত্র অফলাইন ফর্ম এর মাধ্যমে আবেদন করতে পারবেন
- নির্দিষ্ট আবেদনপত্র ফিলাপ করে সঙ্গে একটি মুখ বন্ধ খামে ভরে ২৩ শে মে তারিখের মধ্যে জমা করাতে হবে
- যেকোনো সরকারি কাজের দিনে দুপুর 12 টা থেকে বিকাল 4 টের মধ্যে উল্লেখিত ঠিকানায় জমা দিতে হবে।
- একটি আবেদনপত্র দুটি পদের জন্য আবেদন করা যাবে না।
কোথায় জমা দিতে হবে
সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক, উদয়নারায়নপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, হাওড়া
বিশেষ জানতে নীচে দেওয়া অফিসে নোটিশ টি ডাউনলোড করে দেখে নিন
আবেদনপত্রের সঙ্গে কি কি ডকুমেন্টস দিতে হবে?
- রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ বাসিন্দা সার্টিফিকেট
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার রেজাল্টও সার্টিফিকেট
- বয়সের প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট
- আধার কার্ডের জেরক্স কপি
- সম্প্রতি তোলা দুটি গ্রমিন পাসপোর্ট সাইজের ছবি এবং একটি স্ট্যাম্প সাইজের ছবি (একটি পাসপোর্ট সাইজ ছবি আবেদনপত্রে নির্দিষ্ট জায়গায় লাগাতে হবে এবং অন্য দুটি আবেদনপত্রের সঙ্গে আলাদাভাবে খামের মধ্যে দিয়ে দিতে হবে)
- আবেদনকারীর নাম ও সম্পূর্ণ ঠিকানা সমেত 6 টাকার ডাকটিকিট সহ একটি (১০x৪) মাপের খাম দিতে হবে
- জাতিগত শংসাপত্র যদি থাকে তা দিতে হবে
কোন মন্তব্য নেই: