West Bengal Railway Division Recruitment Notification 2022

পশ্চিমবঙ্গে রেল ডিভিশনে কর্মী নিয়োগ 
সকল চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।

রেলওয়ে ডিভিশন এর বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। প্রার্থীরা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। শিয়ালদা, হাওড়া, কাঁচরাপাড়া, মালদা,  জামালপুর ডিভিশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ চলবে অনলাইন আবেদন শুরু ১১এপ্রিল থেকে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারেন।

ডিভিশন ও মোট শূন্যপদ :- 

  • হাওড়া ডিভিশন মোট শূন্যপদ ৬৫১টি
  • শিয়ালদা ডিভিশন মোট শূন্যপদ ২৯৭টি
  • লিলুয়া ওয়াকসপ মোট শূন্যপদ ৬১২টি
  • মালদা ডিভিশন মোট শূন্যপদ ১৩৫টি
  • কাঁচরাপাড়া ওয়ার্কশপ মোট শূন্যপদ ১৮৭টি
  • জামালপুর ডিভিশন মোট শূন্যপদ ৬৬৭টি
  • আসানসোল ডিভিশন মোট শূন্যপদ ৪১২টি

আবেদনকারীদের যোগ্যতা :-

ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার ,লাইন্সম্যান, পেইন্টার ,ইলেকট্রিশিয়ান মেকানিক মেশিন মন্টে, Mech(MV & DSL), Machinist, ইলেকট্রিশিয়ান রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং ওয়ায়েল ইঞ্জিন ড্রাইভার,AC, AC Fitter, সিট মেটাল ওয়ার্কার ।

বয়সের সীমা :- বয়স 15 থেকে 24 বছরের মধ্যে হতে হবে।SC/ST দের জন্য ৫বছর এবং OBC দের জন্য ৩বছর এবং PWBD দের জন্য ১০ বছর ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো স্বীকৃতি বোর্ডের থেকে 50% নম্বর মাধ্যমিক পাস এবং NCVT/SCVT অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ITI ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। ওয়েল্ডার (গ্যাস এবং ইলেকট্রিক), সিট মেটাল ওয়ার্কার , লাইন্সম্যান ,কার্পেন্টার, পেইন্টার জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারেন।

আবেদন পদ্ধতি :- অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.rrcer.com -এই ওয়েবসাইট থেকে । আবেদন করার সময় প্রার্থীরা নিজেদের পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার,অষ্টম শ্রেণী অথবা মাধ্যমিক পাশের মার্কশিট (পদ অনুযায়ী) এবং আইটিআই সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট স্ক্যান করতে হবে।

আবেদন মূল্য:- আবেদন মূল্য 100 টাকা ধার্য করা হয়েছে।SC/ST/PWBD ও মহিলাদের আবেদন মূল্য নেই। 

আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 11 ই এপ্রিল থেকে এবং চলবে 10মে পর্যন্ত।

Official Notice : Download
Apply Link : Click Here

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.