West Bengal Lady Constable Recruitment Notification 2022


রাজ্যে লেডি কনস্টেবল নিয়োগ হবে , বিস্তারিত জানতে পড়ুন 


রাজ্যে নতুন করে ৪৫০০ লেডি কনস্টেবল নিয়োগ করতে চলেছে সরকার । ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 

নারী সুরক্ষা কে আরো মজবুত করতে লেডি কনস্টেবল নিয়োগ করবে রাজ্য সরকার। কলকাতা পুলিশের উইনার্স বাহিনীর ধাচে জেলায় ও মহিলা পুলিশের নতুন ব্যাটেলিয়ান তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর তরফ থেকে।
ঘোষণা অনুযায়ী ১৫০টি বাহিনী তৈরি করা হবে রাজ্য জুড়ে এবং প্রতি বাহিনীতে ৩০ জন করে লেডি কনস্টেবল থাকবে। নতুন নিয়োগ নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে সবুজ সংকেত পাওয়া গেছে। ফলে আশা করা যায় শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া চালু করা হবে। কিন্তু কি ভিত্তিতে নিয়োগ হবে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে এই নিয়োগ সংক্রান্ত খবর প্রকাশিত হলে BongEdutech.com -এই পাতায় পেয়ে যাবেন সর্বপ্রথমে।

প্রসঙ্গত যখন নারীদের শ্রীলতাহানি, ইভটিজিং সহ একাধিক অপরাধ মূলক কাজ রুখতে ২০১৮ সালে কলকাতা পুলিশ "উইনার্স" বাহিনী গরে। যা পুরো কলকাতার নারী সুরক্ষার কাজে দাপিয়ে বেড়াচ্ছে। তাই আবার গোটা রাজ্যের মহিলাদের সুরক্ষা দিতে নতুন করে ৪৫০০ লেডি কনস্টেবল নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার।

Railways Recruitment:- Click Here
Group C Jobs :- Click Here

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.