West Bengal Income Tax Department Recruitment Notification 2022

শুরু হয়ে গেল রাজ্যের আয়কর দপ্তরে বহু পদে নিয়োগ 


১ লা মার্চ থেকে আবেদন পদ্ধতি শুরু হয়েছে। অফলাইনে এর মাধ্যমে আবেদন করতে হবে রাজ্যের যে কোন জেলার ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন । নূন্যতম যোগ্যতা মাধ্যমিক পাস। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া হইবে।

Income Tax Department Recruitment in Kolkata 2022:- চলুন নিচে দেখে নিই আবেদন পদ্ধতি,মাসিক বেতন, আবেদন শুরুঃ শেষের তারিখ ,আবেদনের মূল্য, মোট শূন্যপদ ,বয়সসীমা ইত্যাদি বিস্তারিত ভাবে নিচে দেওয়া আছে।

পদের নাম ও মাসিক ভাতা :- 

  1. ইনকাম টেক্স ইনস্পেক্টর :- পে স্কেল 7 অনুযায়ী বেতন দেওয়া হবে।
  2. টেক্স অ্যাসিস্ট্যান্ট:- পে স্কেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে।
  3. মাল্টিটাস্কিং স্টাফ:-  পে স্কেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে।

বয়স সীমা পদ অনুযায়ী :-

  • ইঙ্কাম টেক্স ইনস্পেক্টর দের 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে ।
  • টেক্স অ্যাসিস্ট্যান্ট দের 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে।
  • মাল্টিটাস্কিং স্টাফ দের 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে।

পদ অনুযায়ী যোগ্যতা :-

  • ইনকাম টেক্স ইনস্পেক্টর দের স্নাতক পাস হতে হবে।
  • টেক্স অ্যাসিস্ট্যান্ট দের স্নাতক পাস এবং টাইপিং স্পিড এর উপর দক্ষতা থাকতে হবে।
  • মাল্টিটাস্কিং স্টাফ দের মাধ্যমিক পাস হলেই হবে।

আবেদন করার পদ্ধতি :-

  1. অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  2. আবেদন ফরম টি ডাউনলোড করে প্রিন্ট করুন নিচে দেওয়া লিঙ্ক থেকে।
  3. ফরমটি সঠিক তথ্য দিয়ে ফিলাপ করুন।
  4. নোটিশে লেখা ডকুমেন্টগুলি ফরমের সাথে জমা করবেন।
  5. সঠিক ঠিকানা শেষ তারিখের আগে জমা দিন।
  6. ফরমটি ফিলাপ করে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে নিচে দেওয়া ঠিকানাতে।
  7. আবেদন পাঠানোর ঠিকানা :- The Additional commissioner of Income Tax headquarters (Personal and Establishment), 1st Floor, Room No.14, Aayakar Bhawan, P-7, Chowringhee Square, Kolkata-700069.
  8. অফিশিয়াল নোটিশটি ভালো করে পড়ে নেবেন আবেদন করার আগে।
  9. আবেদনের শেষ তারিখ 18/04/2022 .
    Official Notice : ClickHere
    Application Form Download :Click Here
   Offical Website : Click Here

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.