শুরু হয়ে গেল রাজ্যের আয়কর দপ্তরে বহু পদে নিয়োগ
১ লা মার্চ থেকে আবেদন পদ্ধতি শুরু হয়েছে। অফলাইনে এর মাধ্যমে আবেদন করতে হবে রাজ্যের যে কোন জেলার ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন । নূন্যতম যোগ্যতা মাধ্যমিক পাস। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া হইবে।
Income Tax Department Recruitment in Kolkata 2022:- চলুন নিচে দেখে নিই আবেদন পদ্ধতি,মাসিক বেতন, আবেদন শুরুঃ শেষের তারিখ ,আবেদনের মূল্য, মোট শূন্যপদ ,বয়সসীমা ইত্যাদি বিস্তারিত ভাবে নিচে দেওয়া আছে।
পদের নাম ও মাসিক ভাতা :-
- ইনকাম টেক্স ইনস্পেক্টর :- পে স্কেল 7 অনুযায়ী বেতন দেওয়া হবে।
- টেক্স অ্যাসিস্ট্যান্ট:- পে স্কেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে।
- মাল্টিটাস্কিং স্টাফ:- পে স্কেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে।
বয়স সীমা পদ অনুযায়ী :-
- ইঙ্কাম টেক্স ইনস্পেক্টর দের 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে ।
- টেক্স অ্যাসিস্ট্যান্ট দের 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে।
- মাল্টিটাস্কিং স্টাফ দের 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে।
পদ অনুযায়ী যোগ্যতা :-
- ইনকাম টেক্স ইনস্পেক্টর দের স্নাতক পাস হতে হবে।
- টেক্স অ্যাসিস্ট্যান্ট দের স্নাতক পাস এবং টাইপিং স্পিড এর উপর দক্ষতা থাকতে হবে।
- মাল্টিটাস্কিং স্টাফ দের মাধ্যমিক পাস হলেই হবে।
আবেদন করার পদ্ধতি :-
- অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- আবেদন ফরম টি ডাউনলোড করে প্রিন্ট করুন নিচে দেওয়া লিঙ্ক থেকে।
- ফরমটি সঠিক তথ্য দিয়ে ফিলাপ করুন।
- নোটিশে লেখা ডকুমেন্টগুলি ফরমের সাথে জমা করবেন।
- সঠিক ঠিকানা শেষ তারিখের আগে জমা দিন।
- ফরমটি ফিলাপ করে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে নিচে দেওয়া ঠিকানাতে।
- আবেদন পাঠানোর ঠিকানা :- The Additional commissioner of Income Tax headquarters (Personal and Establishment), 1st Floor, Room No.14, Aayakar Bhawan, P-7, Chowringhee Square, Kolkata-700069.
- অফিশিয়াল নোটিশটি ভালো করে পড়ে নেবেন আবেদন করার আগে।
- আবেদনের শেষ তারিখ 18/04/2022 .
Official Notice : ClickHere
Application Form Download :Click Here
Offical Website : Click Here
কোন মন্তব্য নেই: