পশ্চিমবঙ্গে নতুন বিডিও অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে এই পদে নিয়োগ করা হবে সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ রাজ্যের যে কোন জেলার বাসিন্দা হল এখানে আবেদন করতে পারবেন এখানে কি কি পদে নিয়োগ করা হচ্ছে যোগ্যতা কি লাগবে বয়সসীমা কি বলা হয়েছে আবেদন কিভাবে করবেন সমস্ত কিছু নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল
পদের নাম - Data Entry Operator (DEO)
মোট ভ্যাকান্সি - ১ টি
১)এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে প্রার্থীকে গ্রাজুয়েশন পাস হতে হবে সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়াশোনা করতে হবে
২)আবেদনকারীর বয়স 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে
৩)প্রতিমাসে এক্ষেত্রে 11000 টাকা করে বেতন প্রদান করা হবে।
আবেদন কিভাবে করবেন দেখে নিন
- অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে
- আবেদনপত্র ফিলাপ করে সমস্ত ডকুমেন্ট সঙ্গে দিয়ে বিডিও অফিসের ঠিকানা পাঠাতে হবে
আবেদনপত্রের সঙ্গে যা যা ডকুমেন্ট নতে হবে তা হল
- বয়সের প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট সার্টিফিকেট
- এক কপি বায়ো ডাটা
- ভোটার কার্ড বা আধার কার্ড প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স
- সেল্ফ অ্যাটেস্টেড করার 4 কপি পাসপোর্ট সাইজ ছবি
উপরে উল্লেখ ডকুমেন্টগুলি জেরক্স কপি সেল অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে
কোথায় পাঠাতে হবে ?
The block development officer and chair persons block level section committee for engagement of deo (CMDMp) Bharatpur -1 dev block Murshidabad
কোথায় নিয়োগ করা হবে ?
মুর্শিদাবাদ জেলার অন্তর্গত ভরতপুর বিডিও অফিসে
কিভাবে নিয়োগ করা হবে?
লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদন করার শেষ তারিখ - ১৮/০৪/২০২২ সকাল 11:30 থেকে বিকাল 5:30 অব্দি আবেদনপত্র জমা নেওয়া হবে সমস্ত ছুটির দিনগুলো বাদ দিয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।
কোন মন্তব্য নেই: