রাজ্যে ফুড সাব-ইন্সপেক্টর প্যানেল বাতিল !! আবার কি তাহলে নতুন নিয়োগ হবে ?
রাজ্য সরকারি চাকরি নিয়ে দুর্নীতি যেনো পিছু ছাড়ছে না। অধিকাংশ চাকরির ফল প্রকাশিত হওয়ার পর এই দুর্নীতির অভিযোগে আদালতে মামলা দেখা দিচ্ছে। এবারে পাবলিক সার্ভিস কমিশনের ফুড ইন্সপেক্টর ( FOOD SUB-INSPECTOR) নিয়োগ এর ক্ষেত্রেও দেখা গেল। এবার (SAT) পিএসসি ফুড সাব-ইন্সপেক্টর এর চূড়ান্ত মেধাতালিকার সম্পূর্ণ প্যানেল বাতিল করার নির্দেশ দিল।
স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ টার্মিনাল বাসেত এর তরফ থেকে মঙ্গলবার এই প্যানেল বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে দুর্নীতির অভিযোগে। প্যানেল ৯৯৭ থাকা জীবনের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পরলো। 100 জন প্রার্থী ইতিমধ্যে নিয়োগপত্র হাতে পেয়েছেন ফুড সাব-ইন্সপেক্টর এর চূড়ান্ত প্যানেল থেকে। তাদেরও ভবিষ্যত অনিশ্চিত। ১০০ জন প্রার্থী যারা চাকরিতে যোগদান করেছেন তাদের ইতিমধ্যে বরখাস্ত ও তাদের বেতন পুরনো ধাঁচের নির্দেশ দিয়েছেন কোট থেকে।
2018 সালে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে খাদ্য দপ্তরে ফুড সাব-ইন্সপেক্টর এর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল অনেক দিন পরে পিএসসি পরীক্ষার আয়োজন করে।Prelims দেওয়ার পর ইন্টারভিউতে ডাকা হয় এবং মেধা তালিকা প্রকাশিত হয়। চূড়ান্ত মেধাতালিকা কয়েক বছর পরের বছরের অপেক্ষায় ছিল তাও শেষ পর্যন্ত নিয়োগে বাধা! যেসব প্রার্থীরা দিনরাত এক করে চাকরির প্রস্তুতি নিয়ে চাকরিতে নাম নিয়ে এলো কিন্তু সংখ্যক দুর্নীতিগ্রস্তদের জন্য তাদের কেন বাধা সইতে হবে ?
আবার প্যানেল নতুন করে নিয়োগ হবে কি তা সময়ই বলবে কিন্তু রাজ্যে আবার নতুন করে ফুড সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বলে মনে হচ্ছে সূত্রের খবর। মাধ্যমিক পাস করলে যে কোন ইচ্ছুক প্রার্থীরা ফুড সাব-ইন্সপেক্টর পদে আবেদন করতে পারেন বয়সসীমা ১৮ থেকে ৪০ এর মধ্যে।
প্রতিদিন নতুন নতুন খবর পাওয়ার জন্য BongEdutech এই পাতায় চোখ রাখুন।
কোন মন্তব্য নেই: