রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে, কোন প্রকার আবেদন মূল্য লাগবে না
West Bengal Civic Volunteer Recruitment 2022 :- রাজ্যে ৩০ টি সিভিক ভলেন্টিয়ার শূন্যপদে নিয়োগ করা হবে কলকাতা পুলিশের অধীনে। অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন। ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে কোন রকম লিখিত পরীক্ষা হবে না এবং কোন আবেদন মূল্য নেই। আবেদন ১৯ এপ্রিল ২০২২ থেকে শুরু হয়েছে।
Civic Volunteer Recruitment :- দেখে নিন আবশ্যিক যোগ্যতা, মোট ভ্যাকেন্সি, মাসিক বেতন , আবেদন শুরু ও শেষের তারিখ ,আবেদন মূল্য, নিয়োগ পদ্ধতি ইত্যাদি বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।
পদের নাম ও মোট ভাচান্সি :-
Civic Volunteer পদে নিয়োগ হবে মোট শূন্যপদ ৩০ টি ।
মাসিক বেতন :-
রাজ্য সরকারের যে বেতন নির্ধারিত আছে সেই অনুযায়ী (HONORARIUM) দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ার দের।
বয়স :- ২০ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে ০১/০১/২০২২ অনুসারে।
আবশ্যিক যোগ্যতা :-
- আবেদনকারী কে অষ্টম শ্রেণী পাস হতে হবে।
- পুলিশ স্টেশনে কোন রকম ক্রিমিনাল রেকর্ড থাকা চলবে না।
- শারীরিক এবং মানসিক দিক থেকে ফিট থাকতে হবে।
- কলকাতা পুলিশ জুরিসডিকশন এর মধ্যে হলে অগ্রাধিকার পাওয়া যেতে পারে।
নিয়োগ পদ্ধতি :-
ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য :- কোনরকম আবেদন মূল্য নেই।
আবেদন পদ্ধতি :-
- অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- আবেদনপত্রটি নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে প্রিন্ট করুন।
- ফর্মটি সঠিক ভাবে ফিলাপ করুন।
- নোটিশে দেওয়া উল্লেখিত ডকুমেন্টগুলি ফরমের সাথে যোগ করুন।
- নিচে দেওয়া ঠিকানায় ড্রপবক্সে জমা করুন।
- ফর্ম জমা দেওয়ার ঠিকানা :- Office of the Deputy Commissioner of Police, Central Division, Kolkata Police at 138, S.N. Banerjee Road, Kolkata 700013
- অফিশিয়াল নোটিশটি ভালো করে পড়ে নিন আবেদন করার আগে।
- অফলাইনে আবেদনের শেষ তারিখ 26/04/2022 .
কোন মন্তব্য নেই: