রামকৃষ্ণ মিশনে শিক্ষক নিয়োগ হচ্ছে
সারগাছির রামকৃষ্ণ মিশনে স্থায়ী পদে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। কোন বিস্ময়ের টিচার নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা ও আবেদন পদ্ধতি ও আরো বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন। ব্রাজ্জের যে কোন জেলা থেকে এই পদের জন্য আবেদন করতে পারেন।Ramkrishna Mission Asst. Teacher Recruitment Notification
- পদের নাম :- সহকারি শিক্ষক
- বিষয় :- বাংলা
- শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ের উপর স্নাতক ডিগ্রি পাস করতে হবে এবং বি.এড ট্রেনিং থাকতে হবে।
- বয়সসীমা :- ২০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে ০১/০১/২০২২ অনুযায়ী।
- বেতন:- সরকারি পে স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে।
- আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে অফলাইনে প্রার্থীদের আবেদন পত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সংযোজন করে খামে করে নির্দিষ্ট নিচে দেওয়া ঠিকানাতে পাঠাতে হবে।
- আবেদন মূল্য :- আবেদন মূল্য মোট 300 টাকা জমা দিতে হবে আবেদন ফি টি নিচে দেওয়া স্কুল নির্ধারিত অ্যাকাউন্ট নম্বর জমা দিতে হবে। A/C No. 34106623582 (State Bank of India, Sargachi Brtanch, IFSC Code: SBIN0015206)
- আবশ্যিক যোগ্যতা :- এই পদের কেবল পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে।
- আবেদনপত্র পাঠানোর ঠিকানা- The Secretary Sargachi Ramakrishna Mission High School, P.O. Sargachi Ashrama, Dt.- Murshidabad, Pin- 742408.
নির্বাচন পদ্ধতি :- প্রার্থীদের আবেদনপত্র জমা করার পর যোগ্য প্রার্থীদের নাম বিদ্যালয় এর অফিশিয়াল ওয়েবসাইটে এবং নোটিশ বোর্ডে প্রকাশিত হবে একইসঙ্গে লিখিত পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে। এবং নির্দিষ্ট ঠিকানায় এডমিট কার্ড পাঠিয়ে দেওয়া হবে। এরপর লিখিত পরীক্ষার এবং একাডেমিক ও অন্যান্য যোগ্যতার নম্বর যুক্ত করে নির্দিষ্ট তালিকা নিয়মে তৈরি করা হবে তারপর চাকরিপ্রার্থীকে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
কোন মন্তব্য নেই: