Punjab National Bank Recruitment Notification 2022


Punjab National Bank - এ ম্যানেজার পদে চাকরি, আবেদন চলছে 

PNB RECRUITMENT 2022 :- প্রকাশিত হল ব্যাংকে ম্যানেজার পদে এবং সিনিয়র ম্যানেজার নিয়োগ করা হবে মোট 145 টি ভ্যাকেন্সি। অনলাইন আবেদন প্রক্রিয়া ২২/০৪/২০২২ থেকে শুরু হয়ে গেছে। স্নাতক কোর্সে আবেদন করতে পারবেন। 

PNB Senior Manager Recruitment :- দেখেনিন আবশ্যিক যোগ্যতা , মাসিক বেতন, আবেদন মূল্য, ভ্যাকেন্সি ,বয়সসীমা ,নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ,আবেদন শুরু ও শেষ তারিখ ইত্যাদি জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম ও মোট ভ্যাকেন্সি :-
  • Manager [Risk]
  • Manager [Credit]
  • Senior Manager [Treasury]
১৪৫ টি মোট ভ্যাকেন্সি সব মিলিয়ে আছে।

মাসিক বেতন :- 
  • Manager [Risk] :- ৪৮১৭০ - ৬৯৮১০/- টাকা
  • Manager [Credit] :- ৪৮১৭০ - ৬৯৮১০/- টাকা 
  • Senior Manager [Treasury] :- ৬৩৮৪০ - ৭৮২৩০/- টাকা
বয়সসীমা :- 
  1. Manager [Risk] :- ২৫ থেকে ৩৫ বছর প্রযন্ত আবেদন করতে পারবেন।
  2. Manager [Credit] :- ২৫ থেকে ৩৫ বছর প্রযন্ত আবেদন করতে পারবেন।
  3. Senior Manager [Treasury] :- ২৫ থেকে ৩৭ বছর প্রযন্ত আবেদন করতে পারবেন।
  4. ০১/০১/২০২২ হিসাবে বয়স হতে হবে।

আবশ্যিক যোগ্যতা :- 
প্রার্থীদের CA কোর্স করা থাকতে হবে এছাড়া 60% নাম্বার নিয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে MBA/PGDM . কমপক্ষে এক বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আরো জানতে অফিশিয়াল নোটিশ টি দেখুন।

নিয়োগ পদ্ধতি :- 
অনলাইন পরীক্ষা হবে এবং ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে ।

আবেদন মূল্য :- 
UR দের জন্য ৪৫০/- টাকা ধার্য করা হয়েছে।SC/ST আবেদনের জন্য ৫০/- টাকা দিতে হবে।

আবেদন পদ্ধতি :-
  • অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন  করুন।
  • প্রথমে নিজের নাম রেজিস্টার করতে হবে তারপর বৈধ ইমেইল আইডি এবং ফোন নাম্বার থাকা ম্যান্ডেটরি।
  • নির্ভুলভাবে ফরমটি ফিলাপ করুন।
  • অফিশিয়াল নোটিশ ভালো করে পড়ে নিন আবেদন করার আগে।
  • অনলাইন আবেদনের শেষ তারিখ হল ০৭/০৫/২০২২


1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.