NPCIL RECRUITMENT NOTIFICATION 2022


NPCIL- এ চাকরির সুযোগ এবং ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড 

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য আবার  সুখবর। কেন্দ্রীয় সরকারের নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে ট্রেনিং করিয়ে এক্সিকিউটিভ ট্রেনী পদে নিয়োগ করা হবে। যে কোন ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যে কোন জেলার পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারেন। কোন পদে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি সহ রইল বিস্তারিত আজকের প্রতিবেদন।

NPCIL Recruitment Notification :-

  1. মোট ভ্যাকেন্সি :- ২২৫ টি 
  2. যেসব পদে নিয়োগ করা হবে সেগুলি হল :- 
  • মেকানিক্যাল :- ৮৭টি
  • কেমিকাল :- ৪৯টি
  • ইলেকট্রিকাল :- ৩১টি
  • সিভিল :- ৩৩ টি
  • ইন্সট্রুমেন্টেশন :- ১২ টি
  • ইলেকট্রনিক্স :- ১৩ টি
  1. বয়সসীমা :- ২৬ বছরের (UR) মধ্যে হতে হবে।
  2. শিক্ষাগত যোগ্যতা :- ইঞ্জিনিয়ারিং(GATE) 2020, 2021, 2022 -এ প্রাপ্ত বৈধ নাম্বারের ভত্তিতে প্রার্থীদের ইন্টারভিউর জন্য বাছাই করা হবে। এছাড়া ও AICTE / UGC স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটির থেকে উল্লেখিত ছটি ইঞ্জিনিয়ারিং স্ট্রিম এর একটিতে B TECH/ BE / B.Sc / পাঁচ বছরের M Tech . 50% নাম্বার ন্যূনতম মানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী নম্বর থাকতে হবেই ।
  3. বেতন :- ট্রেনিং চলাকালীন বেতন 55 হাজার টাকা দেওয়া হবে প্রার্থীদের এবং এর পাশাপাশি বই কেনার জন্য 18000 টাকা দেওয়া হবে এককালীন।
  4. আবেদন মূল্য :- UR / OBC / EWS - দের ৫০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে এবং ST/ SC ও মহিলাদের কোন আবেদন মূল্য নেই।
আবেদন পদ্ধতি :- 
  • অনলাইনের মাধ্যমে সরাসরি অফিশিয়াল সাইট এ আবেদন করতে হবে অফিশিয়াল সাইট এর লিংক নিচে দেওয়া থাকবে।
  • অনলাইন আবেদন শুরু হয়ে গেছে ইতিমধ্যে।
  • আবেদনকারীদের একটি মোবাইল নাম্বার ও ইমেইল আইডি অবশ্যই থাকতে হবে।
  • আবেদনের শেষ তারিখ ২৮ এপ্রিল ২০২২ প্রযন্ত।
  • নির্বাচন প্রক্রিয়া হবে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে মেধা তালিকা প্রকাশ করা হবে তারপর ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে।



Official Notification : Click Here
Apply Link : Click Here
Daily Job Update : Click Here

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.