জমির খতিয়ান ও পর্চা অনলাইনে বের করুন নিয়ম ২মিনিটে
জমির পর্চা এবং খতিয়ান কিভাবে ডাউনলোড করবেন বা কিসে কিভাবে আবেদন করবেন দেখে নিন সহজেই আপনার স্মার্টফোন থেকে। এর জন্য মাত্র কুড়ি টাকা দিতে হবে।
How to Download Land Records in West Bengal through the Smartphone in few steps.
নিচের কয়েকটি প্রসেস ফলো করলে সহজেই বাংলার ভূমি ওয়েবসাইটে থেকে সহজেই জমির পর্চার আবেদন ও ডাউনলোড করতে পারবে।
- আপনাকে বাংলার ভূমি ওয়েবসাইটটি ওপেন করতে হবে।
- তারপর Sign up এ ক্লিক করে নাম , ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- তারপর Citizen Option এ ক্লিক করে মোবাইল নম্বর টা টাইপ করতে হবে ওটাই আপনার User ID এবং পাসয়ার্ড টা দিয়ে লগিন করতে হবে।
- আপনাকে প্রথমে জমির পর্চা ডাউনলোড করার জন্য আবেদন করতে হবে। প্রথম এ Citizen থেকে Service Delivery -> ROR Request এ ক্লিক করতে হবে।
- তারপর যার খতিয়ান ডাউনলোড করতে চান তার নাম ঠিকানা ও খতিয়ান নাম্বার দিয়ে দিন। তারপর আপনাকে ফিস পেমেন্ট করতে হবে। ১ পেজ ২০ টাকা এবং ২পেজ ৩০ টাকা লাগে। পেমেন্ট টি অনলাইনের মাধ্যমে করতে হবে।
- তারপর খতিয়ান ডাউনলোড করার জন্য সিটিজেন থেকে জিয়ারে সার্চ এ ক্লিক করে অ্যাপ্লিকেশন নম্বর ফজিয়ারে নাম্বার বসিয়ে ডাউনলোড করে নিন।
Website Link:- Click here
কোন মন্তব্য নেই: