Heath & Food Department Recruitment Notification 2022


পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ও খাদ্য দপ্তরে ১২ হাজার কর্মী নিয়োগ হতে চলেছে 

করোনা চলাকালীন প্রায় দু'বছর বড় কোন নিয়োগ করতে দেখা যায়নি পশ্চিমবঙ্গ সরকারকে। তবে এবার রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে করে এই ঘোষণা করলেন যে রাজ্যে স্বাস্থ্য দপ্তর এবং খাদ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে অস্থায়ীভাবে ও চুক্তিভিত্তিক রাজ্যজুড়ে বিভিন্ন দপ্তরে প্রায় ১২ হাজারের ও বেশি শূন্যপদে নিয়োগ করা হবে।

মোট কত ভ্যাকেন্সি ও পদের নাম ?
ঘোষণা অনুযায়ী স্বাস্থ্য দপ্তরে মোট ১১৫৫১ জন কর্মী নিয়োগ হবে এবং খাদ্য দপ্তরে DATA ENTRY OPERATOR (DEO) পদে ৩৪২ জনকে নিয়োগ করা হবে। নিয়োগ হবে পাঁচ বছরের জন্য চুক্তিভিত্তিক হিসাবে তবে কাজের প্রয়োজনীয়তা ও প্রার্থীদের দক্ষতার উপর ভিত্তি করে চুক্তির সময় বাড়তে পারে।
কিভাবে আবেদন করতে হবে ?
পশ্চিমবঙ্গ সরকারের সূত্রের খবর অনুযায়ী খুব শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। স্বাস্থ্য দপ্তরে নিয়োগের ক্ষেত্রে অনলাইন আবেদন করতে হতে পারে এই অফিশিয়াল সাইট এ [wbhealth.gov.in] । এখনো পর্যন্ত খাদ্য দপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর পদে কিভাবে নিয়োগ হবে তা জানা যায়নি।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কি ?
কোন পদের কি শিক্ষাগত যোগ্যতা হবে তা এখনো স্পষ্ট নয় তা অফিশিয়াল নোটিশ প্রকাশিত হলে বোঝা যাবে। তবে স্বাস্থ্য দপ্তরে চাকরির আবেদন করার জন্য মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাশ হলে হবে। খাদ্য দপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।


এই নিয়োগের বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত পাইনি তবে অফিশিয়াল নোটিফিকেশন পাওয়া গেলে BongEdutech.com - এর তরফ থেকে সর্বপ্রথম জানিয়ে দেওয়া হবে।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.