পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ ইন্টারভিউ মাধ্যমে চাকরির সুযোগ
Society for Applied Microwave Electronics Engineering & Research - এ চাকরির সুযোগ। প্রশিক্ষণ দ্বারা বিভিন্ন অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । রাজ্যের যে কোন জেলার ছেলে মেয়ে আবেদন করতে পারেন। আবেদন পদ্ধতি নিয়োগ পদ্ধতি সহ আরও বিস্তারিত বিশদে জানতে নিচের বিজ্ঞপ্তি পড়ুন ।
যেসব ট্রেডে নিয়োগ করা হবে :-
- ফিটার
- ইলেকট্রনিক্স
- ইলেকট্রনিক
- মেকানিক
- মাচিনিস্ট
- COPA/PASAA
মোট ভ্যাকেন্সি :- ১২ টি পদ
শিক্ষাগত যোগ্যতা :-
প্রার্থীদের মাধ্যমিক পাশ হতে হবে 55 শতাংশ নম্বর সহ এবং সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই (ITI) পাস করা থাকতে হবে। COPA/PASAA ট্রেডে আবেদন করার জন্য উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেনে আইটিআই (ITI) পাশের সার্টিফিকেট থাকতে হবে।
আবেদন পদ্ধতি :-
আলাদা করে কোন আবেদন করতে লাগবেনা। প্রার্থীদের ইন্টারভিউর দিনে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে। ইন্টারভিউ এর তারিখ ২০/০৪/২০২২।
স্টাইপেন্ড :-
কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে স্টাইপেন্ড পাবে ।
ইন্টারভিউয়ের যায়গা :-
SOCIETY FOR APPLIED MICROWAVE ELECTRONICS ENGINEERING AND RESEARCH PLOT-L2, BLOCK-GP, SECTOR – V, SALT LAKE ELECTRONICS COMPLEX, KOLKATA-700091, Ph: 03323574875/4894 .
নির্বাচন পদ্ধতি :-
প্রার্থীদের অভিজ্ঞতা ও যোগ্যতার উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।
কোন মন্তব্য নেই: