উচ্চ মাধ্যমিক পরীক্ষার বদল হতে পারে জানুন সমস্ত কিছু বিস্তারিত খবর

উচ্চ মাধ্যমিক পরীক্ষার বদল হতে পারে জানুন সমস্ত কিছু বিস্তারিত খবর 

বদলে যেতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন। এমন খবর সামনে এসেছে। জানা গিয়েছে অল্প হলেও পরিবর্তন হতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন। আগামী সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন রুটিন ঘোষণা হতে পারে বলে এক মহলের দাবি রাজ্যে। কিন্তু বিষয়টি নিয়ে সরকারিভাবে শিক্ষা সংসদ এর তরফ থেকে কোনো রকম মন্তব্য করা হয়নি । আগামী 2 এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এমনটাই জানা আছে এখনো । শেষ হওয়া তারিখ ছিল কুড়ি এপ্রিল । তার মধ্যে মঙ্গলবার এন টি এ অর্থ ন্যাশনাল টেস্টিং এজেন্সি তরফে জানানো হয় চলতি বছরে দুইবার সর্বভারতীয় জয়েন পরীক্ষা অর্থাৎ JEE main হতে চলেছে। অর্থাৎ প্রথম পর্যায়ের পরীক্ষা হবে আগামী এপ্রিলে। এবং পরের মাসের কথা দ্বিতীয় দফার পরীক্ষা হবে মে মাসে।  







JEE MAIN পরীক্ষার রুটিন সুচির সঙ্গে মিলে যেতে পারে উচ্চ মাধ্যমিকের রুটিন । কারণ বহু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী JEE MAIN পরীক্ষায় বসে থাকে। সেই সব পরীক্ষার্থীদের কথা চিন্তা করে এই রকম সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। মঙ্গলবার কেন্দ্রের তরফ থেকে JEE MAIN পরীক্ষার রুটিন ঘোষণা করা হয়েছে (16 APRIL থেকে 21 APRIL) । তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচিতে তেমন কোন পরিবর্তন হবে না । সুচি তে সামান্য বদল হতে পারে বলে জানা যায় । আগামী সপ্তাহতেই নতুন উচ্চমাধ্যমিক পরীক্ষার সুচি ঘোষণা হতে পারে এমন টাই জানা যায় । তবে এর কোন রুপ অফিশিয়াল নোটিশ নেই এখনও অবধি । উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঘোষণা করলে তবেই জানা যাবে সমস্ত কিছু ।


HS 2022 নতুন রুটিন দেখুন - Click Here

তথ্য সুত্র - Hindustan Times





 

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.