রেশম বন্ধু পদে মাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ



রাজ্যে রেশম বন্ধু পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  পশ্চিমবঙ্গের টেক্সটাইল ডিপার্টমেন্ট এর তরফ থেকে মাধ্যমিক পাশে সম্বন্ধ পদে কর্মী নিয়োগ করা হবে এক্ষেত্রে মহিলা পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এই যে সম্বন্ধ পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র কি লাগবে কিভাবে আবেদন করবেন কোথায় ফরম জমা দিতে হবে সমস্ত কিছু নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো 

পদের নাম - রেশম বন্ধু
শূন্য পদের সংখ্যা - মোট 15 টি
  • আবেদনকারীর বয়স 25 থেকে 45 বছরের মধ্যে হতে হবে বয়স হিসাব করতে হবে 1 লা জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী। 
  • আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে তার সঙ্গে রেশম চাষ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তবেই প্রার্থীরা আবেদন যোগ্য হিসাবে ধরা হবে।
  • এই পদের জন্য মাসিক বেতন 5000 টাকা দেয়া হবে।

ইচ্ছুক প্রার্থীরা আবেদন ফরম ফিলাপ করে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস যোগ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে তবে অবশ্যই এই এলাকার স্থানীয় বাসিন্দা হতে হবে তবেই তারা আবেদন করতে পারবে। 

আবেদনপত্র পাঠানোর ঠিকানা - 
উপঅধিকর্তা রেশম শিল্প দপ্তর, রেশম ভবন, বেনেপুকুর পাড়া (পুরাতন বাস স্ট্যান্ড) পোস্ট -সিউড়ি জেলা -বীরভূম পিন- 731101

প্রার্থী বাছাই প্রক্রিয়া 
এখানে প্রার্থীদর আবেদনপত্র যাচাই করে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে

আবেদনের শেষ তারিখ- 3103/2022

কোথায় নিয়োগ করা হবে ?
বীরভূম জেলার রামপুরহাট মহাকুমায় বিভিন্ন ব্লগ এলাকায় এই এসব বন্ধু কর্মী নিয়োগ করা হবে।
আবেদনের সঙ্গে কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে 
  1. আধার কার্ড
  2.  ভোটার কার্ড 
  3. মাধ্যমিক পাস সার্টিফিকেট বা রেজাল্ট 
  4. মাধ্যমিকের এডমিট কার্ড বয়সের প্রমাণপত্র হিসাবে
  5. কাস্ট সার্টিফিকেট
  6. সেরিকালচার প্রশিক্ষণের সার্টিফিকেট যদি থাকে
  7. রেশম চাষ পরিবারভুক্ত হলে জেলা শংসাপত্র (অবশ্যই রেশন দপ্তর আধিকারিক থেকে পাওয়া হতে হবে)

অফিশিয়াল নোটিশ টি দেখুন- ক্লিক করুন

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.