রিজার্ভ ব্যাংকে 294 জন অফিসার নিয়োগ করা হবে ভারতবর্ষের যেকোনো প্রার্থীর আবেদন করতে পারবেন কি কি যোগ্যতা লাগবে কিভাবে আবেদন করবেন শূন্যপদের বিন্যাস সমস্ত কিছু নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো RBI Recruitment Notice 2022
পদের নাম - অফিসার গ্রেড বি (ডি .আর)
শূন্যপদের বিন্যাস - জেনারেল এর জন্য শূন্যপদ 238 টি অসংরক্ষিত প্রার্থীদের জন্য 109 টি তপশিলি জাতি 32 টি তপশিলি উপজাতি 15 টি ও বি সি ডাবলু এস 23 টি
অফিসার গ্রেড বি ডি আর DEPR - শূন্যপদ 31টি অসংরক্ষিত 11টি SC 4 টি ST - 5 টি EWS 3 টি
অফিসার গ্রেড বি ডি আর ডি এস আই এম - 25 টি শূন্য পদ (অসংরক্ষিত সাতটি তপশিলি জাতি সাতটি তপশিলি উপজাতি পাঁচটি obc - 4 টি ews-2 টি )
ওপরের পদের জন্য বেসিক পে 55 হাজার 200 টাকা সঙ্গে অন্যান্য ভাতা প্রদান করা হবে
যোগ্যতা কি লাগবে
- প্রথমত অফিসার গ্রেড বিডিআর জেনারেল -জন্য ন্যূনতম 60% নম্বর নিয়ে যে কোন শাখায় গ্রাজুয়েশন পাশ করতে হবে ( তবে তপশিলি জাতি উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য 50% নম্বর নিয়ে পাশ করলেই হবে) অথবা ন্যূনতম 55 শতাংশ নম্বর নিয়ে যে কোন শাখায় স্নাতকোত্তর
- অফিসার গ্রেড ডিআর DEPR ক্ষেত্রে ইকোনমিকসে মাস্টার ডিগ্রী অথবা ফিনান্স মাস্টার ডিগ্রী অথবা পিজিডিএম অথবা এমবিএ সঙ্গে ইকোনোমিক্স ফিনান্স স্পেশালাইজেশন থাকতে হবে
- অফিসার গ্রেড পি বি আর ডি এস আই এম ক্ষেত্রে ন্যূনতম 55 শতাংশ নম্বর নিয়ে স্ট্যাটিস্টিক বা ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স ইকোনোমেট্রিক পাস করা থাকতে হবে অথবা স্ট্যাটিস্টিক অ্যান্ড ইনফরমেটিক্স অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক অ্যান্ড ইনফরমেটিক্স মাস্টার ডিগ্রী অথবা ন্যূনতম 55 শতাংশ নম্বর নিয়ে এম স্টাট ডিগ্রি থাকতে হবে
- সবক্ষেত্রেই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় নিয়ে থেকে ইনস্টিটিউট থেকে পাস করা থাকতে হবে।
বয়সসীমা ঃ
বয়সের ক্ষেত্রে বলা হয়েছে 1 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে প্রার্থীর বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে ।
অর্থাৎ জন্ম তারিখ 02/01/1992 থেকে 01/01/2001 সালের মধ্যে হলে আবেদন করা যাবে)
তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের উর্ধ্বসীমা যে ছাড় পায় তা পেয়ে যাবেন
প্রার্থী বাছাই প্রক্রিয়া
অনলাইনে পরীক্ষা হবে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের বাছাই করা হবে তবে তপশিলি জাতি উপজাতি ওবিসি শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য Pre এক্সামিনেশন ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে পরীক্ষার সিলেবাস টি পরীক্ষার কেন্দ্র ও প্রি এক্সামিনেশন সেন্টার সম্পর্কে বিস্তারিত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসের ওয়েবসাইট থেকে জানা যাবে।
আবেদন মূল্য
দেখেছে আবেদনের জন্য 850 টাকা ধার্য করা হয়েছে তবে SC St pH প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা। আবেদন মূল্য অনলাইনে পেমেন্ট করা যাবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে।
কিভাবে আবেদন করবেন
- প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে অথবা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে
- আবেদনের জন্য আবেদনকারীর একটি সঠিক ইমেইল আইডি ও ফোন নম্বর থাকতে হবে
- অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর নিজস্ব আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে নির্দিষ্ট ফরমটি ফিলাপ করতে হবে
- তারপর আবেদন মূল্য পেমেন্ট এর মাধ্যমে আবেদন পদ্ধতি সম্পন্ন হবে
- পেমেন্ট রিসিপট অফ অ্যাপ্লিকেশন ফর্ম এর একটি প্রিন্ট আউট নিয়ে রাখা দরকার অথবা পিডিএফ সেভ করে নিতে হবে।
আবেদনের শেষ তারিখ
অফিশিয়াল ওয়েবসাইটে নোটিশ অনুযায়ী 18 এপ্রিল 2000 22 তারিখ সন্ধ্যা ছয়টা অবদি আবেদন করা যাবে এছাড়া অন্যান্য তথ্য জানতে নিচে দেওয়া লিঙ্ক থেকে এ নোটিশটি দেখে নেবেন।
কোন মন্তব্য নেই: