জেলার সমস্ত মহিলা চাকরি প্রার্থীদের জন্য সুখবর কারণ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে আশা কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে কোন ব্লকে কত শূন্য পদ আছে তা বিস্তারিত তথ্য জানতে নিচে দেখুন :-
পোস্টের নাম - আশা কর্মী
মোট শূন্যপদ - ১৬৮ টি মোট শূন্যপদ আছে।
এক্ষেত্রে আবেদনের জন্য আবেদনকারীর বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে তবে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবেন ।
মাধ্যমিক পাস অথবা মাধ্যমিক ফেল প্রার্থীরাও আবেদন করতে পারবেন শুধুমাত্র বিবাহিত প্রার্থীরা বিধবা প্রার্থীরা এবং যারা ডিভোর্সি মহিলা আছেন তারাই একমাত্র আবেদন করতে পারবেন এবং অবশ্যই প্রার্থীকে নির্দিষ্ট উল্লেখ্য এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আগ্রহী প্রার্থীরা অফলাইনে এর মাধ্যমে আবেদন করতে পারবেন নির্দিষ্ট ফরম ফিলাপ করে ব্লক ডেভেলপমেন্ট অফিসে জমা দিতে হবে আবেদনের সঙ্গে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে তা নিচে দেওয়া হল
- বয়সের প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট
- বাসিন্দা সার্টিফিকেট হিসেবে ভোটার আইডি কার্ড ।
- শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট সার্টিফিকেট
- বিবাহিতদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে ডিভোর্স সার্টিফিকেট । বিধবাদের ক্ষেত্রে স্বামীর মৃত্যু সার্টিফিকেট
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 4/4/2022 সকাল 11 টা থেকে বিকাল 5 টা পর্যন্ত
দেখে নেওয়া যাক কোন কোন ব্লকে নিয়োগ করা হচ্ছে
খড়গপুর মহাকুমার ১০ টি ব্লকে আশা কর্মী নিয়োগ করা হবে
দাঁতন 1, দাঁতন 2, ডেবরা, কেশিয়াড়ি, খড়গপুর 1, খড়গপুর 2, মোহনপুর, নারায়ণগড়, পিংলা ও সবং। খড়্গপুর মহকুমা দশটি ব্লকে মোট 101 টি শুন্য পদে নিয়োগ করা হবে ।
মেদিনীপুর সদর মহকুমার 6 টি ব্লক এ আশা কর্মী নিয়োগ করা হবে
গরবেতা 1, গরবেতা 2, গরবেতা 3, কেশপুর, মেদিনীপুর সদর ও শালবনী
মেদিনীপুর সদর মহকুমার 67 শূন্য পদে নিয়োগ করা হবে আশা কর্মী
অন্যান্য চাকরির খবর ঃ
কলকাতা হাইকোর্টে কর্মী নিয়োগ - আবেদন করুন
আশা কর্মী নিয়োগ করা হচ্ছে গ্রামে গ্রামে - অনলাইনে আবেদন
অফিশিয়াল নোটিশ টি দেখুন ও আবেদনপত্র ডাউনলোড করুন 👇
খরগপুর - নোটিশ ও আবেদন পত্র
মেদিনীপুর সদর - নোটিশ ও আবেদন পত্র
অফিশিয়াল ওয়েবসাইট - দেখুন
কোন মন্তব্য নেই: