Group -C পদে ইনকাম ট্যাক্স দপ্তরে দপ্তরে কর্মী নিয়োগ মাধ্যমিক পাসে আবেদন, Group - C Recruitment at Income Tax Department 2022
রাজ্যে ইনকাম ট্যাক্স অফিসার গ্রুপ -সি এর বিভিন্ন পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেমন মাল্টিটাস্কিং স্টাফ, ইন্সপেক্টরসহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।আবেদনকারীরা মাধ্যমিক পাস সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় পদগুলির জন্য আবেদন করতে পারবেন। উৎসাহী প্রার্থীরা রাজ্যের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিবরণ জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।Group - C Recruitment at Income Tax Department 2022
পদের নাম - মাল্টিটাস্কিং স্টাফ (MTS)
মোট শূন্যপদ - 18 টি
শিক্ষাগত যোগ্যতা - আবেদনকারীকে রাজ্যের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস বা তার সমতুল্য কোন পরীক্ষায় পাশ হতে হবে।
বয়স সীমা - আবেদনকারীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে(18/04/2022 তারিখ)। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড়পত্র পাবেন।
মাসিক বেতন - পে লেভেল 1 অনুযায়ী মূল বেতন 5,200/- টাকা থেকে 20,200/- টাকা।
পদের নাম - ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট
মোট শূন্যপদ - 5 টি
শিক্ষাগত যোগ্যতা - আবেদনকারীকে রাজ্যের যে কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে যে কোন শাখায় ডিগ্রি করে থাকতে হবে। ঘন্টায় 8,000 কী প্রেস করার দক্ষতা থাকতে হবে।
বয়স সীমা - আবেদনকারীর বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে(18/04/2022 তারিখ)। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড়পত্র পাবেন।
মাসিক বেতন - পে লেভেল 1 অনুযায়ী মূল বেতন 5,200/- টাকা থেকে 20,200/- টাকা।
পদের নাম - ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর।
মোট শূন্যপদ - 1 টি
শিক্ষাগত যোগ্যতা - আবেদনকারীকে রাজ্যের যে কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে যে কোন শাখায় ডিগ্রি করে থাকতে হবে।
বয়স সীমা - আবেদনকারীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে (18/04/2022 তারিখ)। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড়পত্র পাবেন।
মাসিক বেতন - পে লেভেল 7 অনুযায়ী মূল বেতন 9,300/- টাকা থেকে 34,800/- টাকা।
Group - C Recruitment at Income Tax Department 2022 নোটিশ অনুযায়ী আবেদন পদ্ধতি - আবেদনকারীরা কেবলমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্রটিকে ডাউনলোড করে সেটিকে সম্পূর্ণ পূরণ করে উপযুক্ত ডকুমেন্ট সহ মুখ বন্ধ খামে করে বাই হ্যান্ড বাস পোস্ট এর মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর নির্দিষ্ট ঠিকানা - Additional Commissioner of Income Tax, Headquarters (Personnel and Establishment), 1st floor, room no. 14, Aayakar Bhawan, P - 7, Chowringhee Square, Kolkata - 700069.
আবেদনপত্রের সঙ্গে উপযুক্ত ডকুমেন্টস -
1. বয়সের প্রমাণপত্র।
2. শিক্ষাগত যোগ্যতা মার্কশিট ও সার্টিফিকেট।
3. সম্প্রতি তোলা সেল্ফ অ্যাটেস্টেড করা ফটোকপি।
আবেদনের শেষ তারিখ - আবেদনকারীরা আবেদন করতে পারবেন 18/04/2022 তারিখ বিকেল 6 টা পর্যন্ত।
Official Notice - Click Here
Very good
উত্তরমুছুন