West Bengal new assistant teacher job vacancy at Shri Shri Ramakrishna shadananda Drishtideep Shikshaniketan vidyalaya : পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্কুলে অর্থাৎ শ্রীশ্রীরামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদীপ শিক্ষানিকেতন বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হবে । এক্ষেত্রে সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলার আবেদনকারীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতাসহ বয়সসীমা আরো কোন কোন শর্তাবলী বলা হয়েছে তা নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
পদের নাম - অ্যাসিস্ট্যান্ট টিচার (Assistant Teacher)
- বয়সের ক্ষেত্রে বলা হয়েছে প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে বয়স হিসাব করতে হবে 1 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী । তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমা ছাড় পেয়ে যাবেন ।
- শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে বলা হয়েছে উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ন্যাশনাল ইনস্টিটিউট থেকে ব্লাইন্ড (অন্ধ) এর পরানোর পর ডিপ্লোমা থাকতে হবে অথবা সার্টিফিকেট থাকতে হবে । এছাড়াও যে কোন শাখায় আবেদনকারীকে স্নাতক হতে হবে।
- বেতন এই পদের জন্য pay level-6 অনুযায়ী অর্থাৎ প্রতি মাসে 22700 থেকে 58500 টাকা বেতন প্রদান করা হবে।
আবেদন কিভাবে করবেন
আগ্রহী প্রার্থীরা অফলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া ওয়েবসাইট অথবা বীরভূম জেলার অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে যথাযথভাবে ফরম ফিলাপ করে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযোগ করে নির্দিষ্ট উল্লিখিত ঠিকানায় রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্ট বা কুরিয়ার অথবা উল্লেখিত স্থানে গিয়ে hand-to-hand জমা দিতে পারবেন।
আবেদনপত্র পাঠানোর অ্যাড্রেস
Shri Shri Ramakrishna satyananda Drishtideep Shikshaniketan, kalidanga Po - Kharbona, PS - Rampurhat, Dist - Birbhum, Pin - 731233
নিয়োগ কোথায় করা হবে
নিয়োগ করা হবে বীরভূম জেলার অন্তর্গত কালিডাঙ্গা গ্রামে অবস্থিত শ্রীশ্রীরামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদ্বীপ শিক্ষানিকেতন বিদ্যালয।
আবেদনের শেষ তারিখ
30 শে এপ্রিল বিকাল 4 টার মধ্যে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে ।
West Bengal new assistant teacher job vacancy in Shri Shri Ramakrishna shadananda Drishtideep Shikshaniketan vidyalaya, Birbhum নোটিশ ও আবেদনপত্রসহ গুরুত্বপূর্ণ কিছু লিংক নিচে দেওয়া হল
অফিশিয়াল নোটিশ টি দেখুন - ক্লিক করুন
আবেদনপত্র - ডাউনলোড করুন
কোন মন্তব্য নেই: