আশা কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো

রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে বিভিন্ন জেলায় উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বিভিন্ন আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । শিক্ষাগত যোগ্যতাসহ যাবতীয় তথ্য অর্থাৎ কিভাবে আপনার আবেদন করবেন এখানে কিভাবে ফরম সংগ্রহ করবেন সমস্ত কিছু নিচে বিস্তারিতভাবে এই প্রতিবেদনে আলোচনা করা হলো ।



শূন্য পদের নাম - আশা কর্মী
মোট শূন্যপদ - 32 টি শূন্যপদ




শিক্ষাগত যোগ্যতা - 
  1. মাধ্যমিক পাস যোগ্যতায় প্রার্থীরা আবেদন করতে পারবেন
  2. মাধ্যমিকে অনুর্ত্তীণ ছাত্র-ছাত্রীরাও আবেদন করতে পারবেন
  3. উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে তারা বেশি অগ্রাধিকার পাবে না ।
  4. আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে





আবেদন কিভাবে করবেন ?
অফলাইন প্রক্রিয়র মাধ্যমে আবেদন করতে হবে নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে বিডিও অফিসের নির্দিষ্ট ড্রপবক্সে জমা করতে হবে 




কোথায় নিয়োগ করা হবে ?
বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের 2  উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এই নিয়োগ করা হবে ।




আবেদনপত্রের সঙ্গে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে - 
  1. বয়সের প্রমাণপত্র
  2. এলাকার স্থায়ী বাসিন্দা হিসাবে ভোটার কার্ড রেশন কার্ড
  3. কাস্ট সার্টিফিকেট
  4. সম্প্রতি তোলা সেলফ Attested করা 2 কপি পাস্পোর্ট সাইজের রঙিন ছবি 




আবেদনের শেষ তারিখ - 10 ই মার্চ থেকে 25 শে মার্চ বিকাল পাঁচটা অবধি আবেদনপত্র জমা নেয়া হবে তবে সরকারি ছুটির দিন ও শনি-রবিবার আবেদনপত্র জমা দেওয়া যাবে না ।




আবেদন পত্র ডাউনলোড করুন





Visit Official website - Click Here


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.