রাজ্যে বিদ্যুৎ দপ্তরে নতুন কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। The West Bengal power development corporation limited এর তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে আবেদন পদ্ধতি সহ বিস্তারিত বিবরণ নিচে আলোচনা করা হলো ।
WBPDCL New Job Recruitment Assistant Manager Civil 2022
পদের নাম - অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল
মোট শূন্যপদ - 6 টি ( জেনারেল - 2 টি, UR EC - 1টি, SC -1 টি, ST -1 টি, OBC A -1 টি)
মাসিক বেতন - এখানে প্রতি মাসে 63 হাজার টাকা বেতন প্রদান করা হবে ।
বয়স সীমা - প্রার্থীর বয়স 34 বছরের মধ্যে হতে হবে তবে সরকারী নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমা ছাড় পেয়ে যাবেন ।
শিক্ষাগত যোগ্যতা - অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছরের BE/B Tech/ M tech ডিগ্রী পাস থাকতে হবে । সাথে road কনস্ট্রাকশন বা মেইনটেন্স এর কাজে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি - লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউর স্থান - কলকাতা
আবেদন পদ্ধতি - সরাসরি অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করা যাবে । নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগামী 22 শে ফেব্রুয়ারি 2022 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে।
ইন্টারভিউয়ের সময় যে ডকুমেন্টগুলো সঙ্গে রাখতে হবে :-
- সই করা অবস্থায় ফিলাপ করা অবস্থায় একটি অ্যাপ্লিকেশন ফর্ম
- দু কপি পাসপোর্ট সাইজ ছবি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সার্টিফিকেট এর সমস্ত কিছু অরিজিনাল কপি
নিচে দেওয়া কপি গুলি সেল্ফ অ্যাটেস্টেড করা থাকতে হবে -
- জন্ম প্রমাণপত্র অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট অ্যাডমিট কার্ড অথবা জন্মের সার্টিফিকেট ।
- ডিগ্রী পাস দিপ্লোমা সার্টিফিকেট এ ক্ষত্রে সমস্ত সেমিস্টারের বা এয়ার ওয়াইস হলে সমস্ত ইয়ারের মার্কশীট আনতে হবে
- কাস্ট সার্টিফিকেট থাকলে অর্থাৎ সংরক্ষিত শ্রেণীর প্রার্থী হলে সেই সার্টিফিকেট এর জেরক্স রাখতে হবে
- Disability সার্টিফিকেট থাকলে সাথে রাখতে হবে।
- আধার কার্ড সাথে রাখতে হবে।
অফিশিয়াল নোটিশ - Download Now
আবেদনের লিংক - Click Here
আরো অন্যান্য চাকরি - Click Here
কোন মন্তব্য নেই: