Rupashree Prakalpa Hooghly District Job Vacancy 2022

রাজ্যে রূপশ্রী প্রকল্পে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে।  এখানে বলা হয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর এর আওতায় একাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে এবং এই নিয়োগ হবে হুগলি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস এর আন্ডারে

এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে অনলাইন ছাড়া অন্যান্য কোন মাধ্যম দ্বারা আবেদন গ্রহণযোগ্য হবে না কিভাবে আবেদন করবেন এই নোটিশ এর বিষয়বস্তু কি আছে সমস্ত কিছু নিচে বিস্তারিতভাবে আলোচনা করা আছে।

 

 

পদের নামগুলি হলো

  • একাউন্টেন্ট
  • ডাটা এন্ট্রি অপারেটর

 

শূন্য পদের সংখ্যা

  • একাউন্টেন্ট পদে 1টি
  • ডাটা এন্ট্রি অপারেটর পদে 2 টি

 

মাস মাহিনা বা বেতন

  • একাউন্টেন্ট পদের জন্য 15000 টাকা প্রতি মাসে বেতন দেয়া হবে
  • ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে 11000 টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে

 

আবেদন শুরুঃ 08/02/2022

আবেদন শেষঃ 28/02/2022

 

বয়স সীমা

18 থেকে 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমা ছাড় পেয়ে যাবেন বয়স হিসাব করতে হবে 1/1/2022 তারিখের অনুযায়ী

 

কোয়ালিফিকেশন /যোগ্যতা

একাউন্টেন্ট পদের ক্ষেত্রে - এক্ষেত্রে বলা হয়েছে কমার্স নিয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে এবং সাথে কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও সরকারি বা বেসরকারি কর্ম ক্ষেত্রে কমপক্ষে তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে

ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে - এই পদের জন্য যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পাস করা থাকতে হবে সাথে কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কমপক্ষে এক বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে

 

আরো একটি কথা মনে রাখতে হবে - উপরে দেওয়া পদগুলিতে আবেদনের জন্য হুগলি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে

 

প্রার্থী বাছাই পদ্ধতি

তিনটি ধাপে প্রার্থী বাছাই করা হবে

  • লিখিত পরীক্ষা
  • কম্পিউটার টেস্ট
  • পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ

 

আবেদন মূল্য

উপরে দেওয়া পদে আবেদনের জন্য কোনরূপ আজ আবেদন মূল্য লাগবে না

 

More Jobs :

Durgapur Steel Plant Job - Click Here


কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।

  • প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে
  • তারপর নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে
  • তারপর গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলি আপলোড করতে হবে
  • সমস্ত ফরমটি ফিলাপ হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে

 

আবেদন করার আগে নীচে দেওয়া অফিশিয়াল অটিস্টিক ডাউনলোড করে সমস্ত টা ভাল করে পড়ে নেবেন এবং দেখে নেবেন তারপরে আবেদন করবেন

Apply Now 

( Available Soon)

Download Notice✅

Official Website

Join Telegram

1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.