রাজ্যে বস্ত্রশিল্পে কর্মী নিয়োগ মাধ্যমিক পাস যোগ্যতায়

পশ্চিমবঙ্গে বস্ত্র দপ্তরে নতুন করে গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং মাধ্যমিক পাশে এখানে আবেদন করা যাবে । এইনিয়মটি করা হবে নদীয়া জেলার কৃষ্ণনগর ব্লকের অধীনে কোন কোন পদে নিয়োগ করা হবে বয়স সীমা কি বলা হয়েছে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো ।


পোস্টের নাম - রেশম বন্ধু
শূন্য পদ - 1 টি
বেতন - এক্ষেত্রে বেতন দেয়া হবে ৫০০০ টাকা/-
বয়স - জানুয়ারি মাসের 1 তারিখ 2022 অনুযায়ী 25 থেকে 45 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন ।
শিক্ষাগত যোগ্যতা - এক্ষেত্রে আবেদন করতে গেলে আবেদনকারী ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে সাথে ISDS রেশম চাষ সংক্রান্ত প্রশিক্ষণ থাকতে হবে এবং স্থানীয় এলাকার রেশন চাষী হতে হবে । তাছাড়াও আবেদনকারীকে স্মার্ট ফোন সম্পর্কে ধারণা থাকতে হবে তবেই  এখানে আবেদন করতে পারবেন।

কিভাবে আবেদন করবেন ? 
সাধারণত অফলাইন এর মাধ্যমে এখানে আবেদন করা যাচ্ছে আবেদন পূরণ করে সমস্ত নথি সংযোগ করে ধুবুলিয়া রেশম কার্যালয়ে জমা দিয়ে আসতে হবে। 

আবেদনের শেষ তারিখ - 14 জানুয়ারি, 2022

প্রার্থী বাছাই প্রক্রিয়া - নিও করাবে ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউ হবে আগামি 17 জানুয়ারি 2022 বেলা 11 টা থেকে ।

ইন্টারভিউ কোথায় হবে ? 
রেশন দপ্তর এর কার্যালয় ,কৃষ্ণনগর, নদীয়া ।

আবেদনপত্রের সঙ্গে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে ?
  1. আবেদনকারীর আধার কার্ডের জেরক্স
  2. ভোটার কার্ডের জেরক্স
  3. মাধ্যমিক পাশের সার্টিফিকেট ও এডমিট কার্ড
  4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
  5. উল্লেখ্য ট্রেনিং করা সার্টিফিকেট
  6. এবং ওই জেলার বাসিন্দা তার প্রমান পত্র

আবেদন পত্র ডাউনলোড - click here
অফিশিয়াল নোটিশ - Click here
অফিশিয়াল ওয়েবসাইট - Visit Now

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.