রাজ্যে নতুন করে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে । রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের নাম আমরা সবাই শুনেছি আর এই রূপশ্রী প্রকল্পে উত্তর 24 পরগনায় 19 জন ডাটা এন্ট্রি অপারেটর ও একাউন্টের নিয়োগ করা হবে এমনটাই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এখানে শূন্যপদের বিভাজন বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদে 16 টি শূন্যপদ ও একাউন্টেন্ট পদে 3 টি শুন্যপদ আছে ।
শিক্ষাগত যোগ্যতা -
ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে - ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে যে কোন শাখায় গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে সাথে প্রতি মিনিটে তিনটি শব্দে গতিতে টাইপিং স্পিড ও সাথে মাইক্রোসফট অফিসের কাজের দক্ষতা থাকতে হবে এবং কোনো সরকারি বা বেসরকারি অফিসে অন্তত এক বছরের কাজের এক্সপেরিয়েন্স থাকতে হবে ।
একাউন্টেন্ট পদের ক্ষেত্রে - একাউন্টেন্ট পদের ক্ষেত্রে অনার্সসহ কমার্স গ্রাজুয়েট হতে হবে সাথে মাইক্রোসফট অফিস এক্সেল কাজের দক্ষতা থাকতে হবে । সাথে কোনো সরকারি বা বেসরকারি কোম্পানিতে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে।
বয়স সীমা - উভয় পদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা 40 বছর রাখা হয়েছে তবে রাজ্যের তপশিলি জাতি উপজাতি রা অসংরক্ষিত শ্রেণীর আবেদনকারীরা নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমা ছাড় পেয়ে যাবেন। বয়স হিসাব করতে হবে 1-1-2022 তারিখ হিসেবে ।
বেতনসীমা - একাউন্টেন্ট পদের ক্ষেত্রে 15000 টাকা বেতন দেওয়া হবে ও ডাটা এন্ট্রি পদের ক্ষেত্রে বেতন 11000 টাকা প্রতি মাসে প্রদান করা হবে ।
আবেদন পদ্ধতি - অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করা যাবে সমস্ত লিংক নিচে দেওয়া হল ।
আবেদনের শেষ তারিখ - আগামী 18 জানুয়ারি 2022 তারিখ অব্দি আবেদন করা যাবে।
অফিসিয়াল নোটিশ - Download Now
অনলাইনে আবেদন - Click Here
কোন মন্তব্য নেই: