রাজ্যে বিভিন্ন জেলায় আশা কর্মী নিয়োগের উদ্যোগ শুরু হয়ে গিয়েছে রাজ্য সরকারের অধীনে জাতীয় স্বাস্থ্য মিশন এর উদ্যোগে এই আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে । কোন জেলায় কত শূন্য পদ আছে জেলার কোন ব্লকে ব্লকে নিয়োগ করা হচ্ছে সমস্ত কিছু এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা হলো।
পদের নাম - আশা কর্মী
বয়স সীমা - আবেদনকারীর বয়স 30 থেকে 40 এর মধ্যে হতে হবে তবে সরকারি নিয়ম অনুযায়ী রাজ্যে তপশিলি জাতি ও উপজাতির প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবেন । বয়স হিসাব করতে হবে 1 লা জানুয়ারি 2022 তারিখের মধ্যে
শিক্ষাগত যোগ্যতা - এক্ষেত্রে পার্টি ন্যূনতম মাধ্যমিক পাস করা হতে হবে তাছাড়া মাধ্যমিকে ব্যাক পাওয়া প্রার্থীরাও আবেদন করতে পারবেন তবে পার থেকে নিচে উল্লেখ্য জেলা ও ব্লক এর স্থায়ী বাসিন্দা হতে হবে ।
এখানে কিভাবে আবেদন করবেন ?
মূলত একটি অফলাইন ফর্ম ফিলাপ করে প্রার্থীর আবেদন করতে পারবেন। আবেদনপত্র সম্পূর্ণ সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযোগ করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে । এছাড়া ওই খামের উপর কোন এলাকার আশা কর্মী জন্য কাজ করতে চান তার নাম উপস্বাস্থ্য কেন্দ্রের নাম খামের উপরে লিখতে হবে । এছাড়া খামের ডানদিকে স্বাস্থ্যসচিব আসা নির্বাচন কমিটি এবং জঙ্গিপুর মহকুমা শাসক মুর্শিদাবাদ এটি লিখতে হবে। ও বাম দিকে প্রার্থীর নাম ও সম্পূর্ণ ঠিকানা লিখে দিতে হবে।
কোথায় নিয়োগ করা হবে ?
এই নিয়োগটি করা হচ্ছে মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুর মহকুমার অন্তর্গত সাগরদিঘী ব্লকের অধীনে ।
আবেদনপত্রের সঙ্গে কোন কোন প্রয়োজনীয় নথি জমা দিতে হবে ?
- বয়সের প্রমাণপত্র
- মাধ্যমিকের মার্কশীট ও সার্টিফিকেট
- এলাকার বাসিন্দা হিসাবে যেকোনো একটি ডকুমেন্ট যেমন রেশন কার্ড ভোটার কার্ড
- আবেদনকারীর সহ দুই কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি
- 10 টাকার ডাকটিকিট সংযোগ করা নিজের ঠিকানা লেখা একটি খাম
- বিধবা হলে স্বামীর মৃত্যু সার্টিফিকেট
- বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট
- ডিভোর্সি হলে ডিভোর্স সার্টিফিকেট
আবেদনপত্র কোথায় পাঠাতে হবে ?
নির্দিষ্ট ব্লক ডেভলপমেন্ট অফিসএর ড্রপবক্সে জমা করাতে হবে ।
ফরম ফিলাপের শেষ তারিখ - 24 শে জানুয়ারি 2022 প্রতিদিন সকাল 11 টা থেকে বিকাল 5 টা পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে ।
অফিসিয়াল নোটিশ - Download Now
অফিসিয়াল ওয়েবসাইট - Click Here
কোন মন্তব্য নেই: