কেবলমাত্র মাধ্যমিক পাশে শ্রমদপ্তর এ কর্মী নিয়োগ Group - C Recruitment In Employees State Insurance Corporation 2022

রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতায় শ্রমদপ্তর এ নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি আনন্দের খবর।Group - C পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। উৎসাহী চাকরিপ্রার্থীরা রাজ্যের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। যেসব পদে নিয়োগ করা হবে এবং আবেদন পদ্ধতি বিস্তারিত বিবরণ নিচের প্রতিবেদনে দেওয়া হল। 

Group - C Recruitment In Employees State Insurance Corporation 2022

পদের নাম - মাল্টিটাস্কিং স্টাফ (MTS)
মোট শূন্যপদ - 203 টি ( UR - 82,SC - 49, ST - 9, OBC - 43, EWS - 20)
শিক্ষাগত যোগ্যতা - আগ্রহী চাকরিপ্রার্থীরা রাজ্যের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন।
বয়স - আবেদনকারীকে এই পদে আবেদনের জন্য বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে আবেদনকারী বয়সের হিসাব করতে হবে 15/02/2022 তারিখের হিসাব অনুযায়ী। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড়পত্র পাবেন।
মাসিক বেতন - 18,000/- টাকা থেকে 56,900/-টাকা

পদের নাম - আপার ডিভিশন ক্লার্ক (UDC) 
মোট শূন্যপদ - 113 টি ( UR - 57,SC - 25, ST - 5, OBC - 15, EWS - 11)
শিক্ষাগত যোগ্যতা - আগ্রহী চাকরিপ্রার্থীরা রাজ্যের যে কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বষয়ে স্নাতক পাস করা থাকতে হবে এবং আবেদনকারীকে কম্পিউটারে কাজের ওপর পূর্বের অভিজ্ঞতা থাকতে হবে। 
বয়স - আবেদনকারীকে এই পদে আবেদনের জন্য বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে আবেদনকারী বয়সের হিসাব করতে হবে 15/02/2022 তারিখের হিসাব অনুযায়ী। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে। 
মাসিক বেতন - এই পদে আবেদনের জন্য 7th pay কমিশন অনুযায়ী বেতন ধার্য করা হয়েছে 25,000 /- টাকা থেকে 81,000/-টাকা।


পদের নাম - স্টেনোগ্রাফার
মোট শূন্যপদ - 4 টি ( UR - 2,SC - 1, ST - 1,) 
শিক্ষাগত যোগ্যতা - আগ্রহী চাকরিপ্রার্থীরা রাজ্যের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন। সঙ্গে প্রতি মিনিটে 80 টি শব্দ টাইপিং এর স্টেনোগ্রাফি স্পিড থাকতে হবে। 
বয়স - আবেদনকারীকে এই পদে আবেদনের জন্য বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে আবেদনকারী বয়সের হিসাব করতে হবে 15/02/2022 তারিখের হিসাব অনুযায়ী। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়পত্র পাবেন। 
মাসিক বেতন - 25,000 /- টাকা থেকে 81,000/-টাকা।

Group - C Recruitment In Employees State Insurance Corporation 2022 নোটিশ অনুযায়ী আবেদন পদ্ধতি - 

সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে আবেদন কারীরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীকে www.esic.nic.in এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে গিয়ে আবেদন করতে হবে। 

আবেদন ফি - SC/ST/PWD/Female Candidate /Ex Serviceman এদের জন্য 250/- টাকা এবং বাকি প্রার্থীদের জন্য 500/- টাকা আবেদন ফি দিতে হবে। 

আবেদনের শেষ তারিখ - অনলাইনে আবেদন করার শেষ তারিখ হল 15/02/2022 তারিখ পর্যন্ত।


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.