রাজ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে কিছু সংরক্ষিত শূন্যপদ বাকি রয়ে ছিল তার নিয়োগ প্রক্রিয়া শুরু করলো পর্ষদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী 16 হাজার 500 জন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ হলেও 738 টি শুন্য পদ সংরক্ষণ ছিল। প্রথম ধাপে 15 হাজার 280 জন এবং পরবর্তী ধাপে 474 জন নিয়োগ প্রক্রিয়া শেষ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ(WBBPE)। 22th ডিসেম্বর থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছেন আগামী 28 শে ডিসেম্বর পর্যন্ত ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে এই 738 টি পদে নিয়োগের জন্য।
2014 সালে যে প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল রাজ্যে, সেই পরীক্ষায় রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থীরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। তাদের 6 টি প্রশ্ন ভুলের জন্য সর্বোচ্চ 6 নম্বর দেয়ার পর 738 জন চাকরিপ্রার্থী সেই পরীক্ষায় পাস করে। গত মঙ্গলবার সেইসব চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় পর্ষদ এর তরফ থেকে, এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করবে বলে জানিয়েছে পর্ষদ। নন ইনক্লুডিং চাকরি প্রার্থীরা কাট অফ মার্কস এর 6 নম্বর কম থাকার জন্য চাকরি পাননি তাদের জন্য সুযোগ রয়েছে। সেখানে কাট অফ মাক্স বা নম্বরের ভিত্তিতে প্রতিযোগিতা হবে নন ইনক্লুডিং চাকরিপ্রার্থীদের সঙ্গে 738 জনকে কেস পিটিশনের। যদিও চাকরিপ্রার্থীদের দাবি শুধু 738 জন কে নয় পড়ে থাকা সকল ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের কে নিয়োগ করতে হবে। এক্ষেত্রে নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের ভাগ্য খুলে যেতে পারে।
প্রসঙ্গত, খুব শীঘ্রই রাজ্যে নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। উৎসাহী চাকুরী প্রার্থীদের জন্য এটি একটি আনন্দ সংবাদ। বিগত কয়েক বছর ধরেই রাজ্যের প্রাইমারি স্কুল গুলোতে কোনরকম শিক্ষক নিয়োগ করা হয়নি, গোটা রাজ্যে স্কুলগুলিতে অনেক শূন্যপদ রয়ে গিয়েছে। খুব শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেতে পারে বলে জানা গেছে।
Download list - Click Here
কোন মন্তব্য নেই: