Visva Bharati Guest Teacher Recruitment 2021-2022 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ

বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিষয়ে নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ভূগোল ইংরেজি এবং আরো বেশ কিছু বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে, মোট চারটি বিষয়ে শিক্ষক নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। শুধুমাত্র অনলাইন ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে এবং এর অনলাইন আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে Visva Bharati Guest Teacher Recruitment 2021-2022 বিস্তারিত বিবরণ জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন... 
Visva Bharati Guest Teacher Recruitment 2021-2022 নোটিশ অনুযায়ী বিভিন্ন পদের নাম - 
পদের নাম - ইংরেজি (সহকারি শিক্ষক) 
মোট শূন্যপদ - 1 টি
শিক্ষাগত যোগ্যতা - আগ্রহী প্রার্থীকে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর হতে হবে বিএড করা থাকতে হবে। এবং বাংলা ইংরেজি হিন্দি মিডিয়াম যে কোন স্কুলে শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া সেন্ট্রাল টেট বা রাজ্য থেকে পাস করা থাকতে হবে।
মাসিক বেতন - 12,000/-টাকা নির্ধারিত করেছে

পদের নাম - ভূগোল (সহকারি শিক্ষক) 
মোট শূন্যপদ - 1 টি
শিক্ষাগত যোগ্যতা - আগ্রহী প্রার্থীকে ভূগোল বিষয়ে স্নাতকোত্তর হতে হবে বিএড করা থাকতে হবে। এবং বাংলা ইংরেজি হিন্দি মিডিয়াম যে কোন স্কুলে শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া সেন্ট্রাল টেট বা রাজ্য থেকে পাস করা থাকতে হবে।
মাসিক বেতন - 12,000/-টাকা নির্ধারিত করেছে

পদের নাম - ওয়েভিং (সহকারী শিক্ষক) 
মোট শূন্যপদ - 1 টি
শিক্ষাগত যোগ্যতা - আবেদনকারীকে ওয়েভিং এর ওপর 5 বছরের ডিপ্লোমা থাকতে হবে এবং বিএফে বা তার সমতুল্য ডিগ্রী থাকতে হবে।
মাসিক বেতন - 12,000/-টাকা নির্ধারিত করেছে

পদের নাম - রবীন্দ্রসঙ্গীত (সহকারী শিক্ষক)
মোট শূন্যপদ - 1 টি
শিক্ষাগত যোগ্যতা - আগ্রহী প্রার্থীকে সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট থাকতে হবে বা ইন্টারমিডিয়েট এবং সঙ্গে রবীন্দ্রসঙ্গীত স্নাতক হতে হবে।
মাসিক বেতন - 12,000/-টাকা নির্ধারিত করেছে

** বয়স সেরকমভাবে নোটিশে উল্লেখ করে দেয়া হয়নি। 

Visva Bharati Guest Teacher Recruitment 2021-2022 আবেদন পদ্ধতি ও আবেদন ফি - 

আবেদন পদ্ধতি - সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে হবে এবং একটি সাদা কাগজে অ্যাপ্লিকেশন লিখে তার সঙ্গে যথাযথ ডকুমেন্ট দিয়ে নির্দিষ্ট ইমেইল এ  পাঠাতে হবে।

আবেদন ফি - এখানে আবেদনের জন্য কোনরকম আবেদন ফি লাগবে না।

আবেদনের সময় ও তারিখ - শেষ আবেদন করা যাবে14/12/2021 পর্যন্ত ।

গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক

Official Notice

Download Now

Official Website

Visit Now

Join Telegram

Join Now

Apply Now

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.