অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্স আবেদন Trade License Online Application Step By Step Process

রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন সুবিধা সমস্ত ছোট - খাটো দোকানদার /ব্যবসায়ী, বৈধ ট্রেড লাইসেন্স  ঘরে বসে  বানাতে পারবেন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে, ট্রেড লাইসেন্স বানানোর জন্য বিস্তারিত বিবরণ নিচে step-by-step পড়ুন। খুবই কম সময়ের মধ্যে আপনি আপনার ট্রেড লাইসেন্স টি আবেদন করতে পারবেন অনলাইনে এবং ডাউনলোড করতে পারবেন। 

Trade License Online Application Step By Step Process


1. প্রথমে আবেদনকারীকে Department Of Panchayat & Rural Development এর অফিশিয়াল ওয়েবসাইটে নিচে দেওয়া লিংকে ক্লিক করে ঢুকতে হবে।

2. পরবর্তী স্টেপে E - Service অপশন থেকে Trade Registration এ ক্লিক করতে হবে।

3. তারপর পরবর্তী পেজে আবেদনকারীর নাম, ঠিকানা, বাবার নাম, এরপর ব্যবসার নাম বা দোকানের নাম, ঠিকানা, কোন ধরনের ব্যবসা বা দোকান বসিয়ে দিতে হবে।

4. এরপর আবেদনকারীর আধার কার্ড/ ভোটার কার্ড/ প্যান কার্ড /রেশন কার্ড ইত্যাদি যেকোনো একটি ডকুমেন্টস আপলোড করতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে।

5. এরপরে আবেদনকারীর দোকানের কাগজ বা ব্যবসার কাগজটি আপলোড করে  সাবমিট করতে হবে।

6. এরপর পরবর্তী পেজে আবেদনকারীর Application Acknowledgement Number চলে আসবে সেটিকে ডাউনলোড করতে হবে এবং নিচে দেওয়া Make Payment এ ক্লিক করে Trade License এর পেমেন্ট করে দিতে হবে। ব্যবসা বা দোকান অনুযায়ী কত টাকা দিতে হবে সেটি পেমেন্ট করার সময় দেখতে পাবেন।

7. অনলাইনের মাধ্যমে পেমেন্ট হয়ে গেলে আপনি  Application Acknowledgement Number স্ট্যাটাস চেক করতে পারবেন, Trade NOC Application Status এ ক্লিক করে, ট্রেড লাইসেন্স হয়ে গেলে সেটাকে ডাউনলোড করে নিতে হবে। 




Trade License এর জন্য অনলাইনে আবেদন করুন - Visit Now

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.