রাজ্য স্টাফ সিলেকশন কমিশনের Group - B এবং Group - C পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশের আগ্রহী চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি আনন্দ সংবাদ। প্রার্থী নিয়োগ করা হবে কম্বাইন গ্রাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে (CGL) । আগ্রহী চাকরিপ্রার্থীরা ভারতবর্ষের যে কোন রাজ্য থেকে আবেদন করতে পারবেন। যেসব পদে নিয়োগ করা হবে তার বিস্তারিত বিবরণ নিচে দেয়া হল।
SSC CGL (Combined Graduate Level) Examination 2022
বিভিন্ন পদে নিয়োগ করা হবে পদের নাম - অ্যাসিস্ট্যান্ট একাউন্টস অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, ইনস্পেক্টর অফ ইনকাম ট্যাক্স, ইনস্পেক্টর, সাব-ইন্সপেক্টর, সুপারিনটেনডেন্ট, ডিভিশনাল একাউন্টেন্ট, অডিটর, জুনিয়র স্ট্যাটিস্টিকাল অফিসার, একাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট, ইত্যাদি বিভিন্ন পদ - এ নিয়োগ করা হবে।
Combined Graduate Level Examination, 2021
প্রথমেই জেনে নেব গুরুত্বপূর্ণ কিছু তারিখ ঃ-
শূন্য পদ - শূন্য পদের সংখ্যা এখনো পর্যন্ত স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। তবে যত শীঘ্রই সম্ভব শূন্যপদের বিন্যাস প্রকাশ করবে স্টাফ সিলেকশন কমিশন (SSC). আনুমানিক শূন্য পদের সংখ্যা 5 থেকে 7 হাজারের মতো হবে।
Combined Graduate Level Examination, 2021 |
এই পদগুলিতে আবেদন করার জন্য উৎসাহী আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। আবেদনকারীরা ভারতবর্ষের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এবং পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড়পত্র পাবেন।
শিক্ষাগত যোগ্যতা - অ্যাসিস্ট্যান্ট একাউন্টস অফিসার, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, জুনিয়ার স্ট্যাটিস্টিকাল অফিসার, স্ট্যাটিসটিক্যাল ইনভেস্টিগেটর, অ্যাসিস্ট্যান্ট ইন ন্যাশনাল কোম্পানি ল এপিলেট ট্রাইবুনাল, রিচার্জ অ্যাসিস্ট্যান্ট ইন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এই পদ গুলি বাদে বাকি পদগুলির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্রাজুয়েশন পাস।
শিক্ষাগত যোগ্যতা 23 শে জানুয়ারি 2022 তারিখের মধ্যে শেষ হতে হবে। অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট একাউন্টস অফিসার, জুনিয়ার স্ট্যাটিস্টিকাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইন ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনাল, রিচার্জ অ্যাসিস্ট্যান্ট ইন হিউম্যান রাইটস কমিশন পদগুলির শিক্ষাগত যোগ্যতা নিচে দেয়া হল.....
8 Essential Educational Qualifications (As on 23-01-2022):
8.1 Assistant Audit Officer/Assistant Accounts Officer:
8.1.1 Essential Qualifications: Bachelor’s Degree from a recognized University
or Institute.
8.1.2 Desirable Qualifications: Chartered Accountant or Cost & Management
Accountant or Company Secretary or Masters in Commerce or Masters in
Business Studies or Masters in Business Administration (Finance) or
Masters in Business Economics.
8.1.3 During the period of probation direct recruits shall have to qualify the
“Subordinate Audit/ Accounts Service Examination” in respective
branches for confirmation and regular appointment as Assistant Audit
Officer/Assistant Accounts Officer.
8.2 Junior Statistical Officer:
8.2.1 Bachelor’s Degree in any subject from a recognized University or Institute
with at least 60% Marks in Mathematics at 12th standard level;
Or
Bachelor’s Degree in any subject with Statistics as one of the subjects at
degree level.
8.3 Statistical Investigator Grade-II:
8.3.1 Bachelor’s Degree in any subject with Statistics as one of the subjects
from a recognized University or Institute. The candidates must have
10
studied Statistics as a subject in all the three years or all the 6 semesters of
the graduation course.
8.4 Assistant in National Company Law Appellate Tribunal (NCLAT):
8.4.1 Essential Qualifications: Bachelor’s Degree from a recognized University
or Institute.
8.4.2 Desirable Qualifications: Degree in law from a recognized university.
8.5 Research Assistant in National Human Rights Commission (NHRC):
8.5.1 Essential Qualifications: Bachelor’s Degree from a recognized University
or Institute.
8.5.2 Desirable Qualifications:
8.5.2.1 Minimum one-year research experience in any recognized university or
recognized Research Institution;
8.5.2.2 Degree in Law or Human Rights from a recognized university.
SSC CGL (Combined Graduate Level) Examination 2022 নোটিশ অনুযায়ী আবেদন পদ্ধতি ও আবেদন ফি :
আবেদন পদ্ধতি - সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে এবং প্রথমে অনলাইনের মাধ্যমে আবেদনকারীকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া হয়ে গেলে আবেদনকারীর মোবাইল নম্বর অন ইমইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড পাওয়া যাবে। রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে পরবর্তী স্টেপে লগইন করে আবেদন করতে হবে।
যেসব আবেদনকারীদের আগে রেজিস্ট্রেশন করা আছে তাদের জন্য নতুন করে কোন রেজিস্ট্রেশন করতে হবে না। রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে সাম্প্রতিক তোলা কোন পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে এবং ফটোর ওপরে ফটো তোলার তারিখ উল্লেখ থাকতে হবে।
আবেদন ফি - General /OBC প্রার্থীদের জন্য আবেদন ফি 100 টাকা। SC/ST, মহিলা প্রার্থী শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আবেদন ফি দিতে লাগবেনা। আবেদন ফি জমা দেয়া যাবে আগামী 25 জানুয়ারি 2022 তারিখ পর্যন্ত।
আবেদনের শেষ তারিখ - 23/01/2022 তারিখ পর্যন্ত।
পরীক্ষা কেন্দ্র - স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষাকেন্দ্র থাকবে। পশ্চিমবঙ্গের আসানসোল কল্যানী কলকাতা শিলিগুড়ি বিভিন্ন জায়গায় পরীক্ষাকেন্দ্র হবে।
নিয়োগ পদ্ধতি -
মোট 4 (চারটি) ধাপে নিয়োগ করা হবে -
- টায়ার 1 কম্পিউটার বেসড এক্সামিনেশন,
- টায়ার 2 কম্পিউটার বেসড এক্সামিনেশন,
- টায়ার 3 লিখিত পরীক্ষা হাতে Descriptive Papers ,
- টায়ার 4 কম্পিউটার টেস্ট / ডাটা এন্ট্রি টেস্ট।
Notice Download - Click Here
কোন মন্তব্য নেই: