রাজ্যের স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগের ও নন টিচিং স্টাফ নিয়োগের নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদনকারীরা রাজ্যের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। প্রাইমারি, pre-primary, হাই স্কুলের শিক্ষক নিয়োগ করা হবে। বীরভূম জেলার রামপুরহাট ডিপিএস স্কুলের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিস্তারিত বিবরণ জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।
School Teacher Recruitment At Birbhum 2022
বিভিন্ন স্তর এর বিবরণ :
Pre-primary স্তর -
বিষয় - ইংরেজি, হিন্দি, বাংলা, EVS ইত্যাদি নানা বিষয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে।
শিক্ষাগত যোগ্যতা - আবেদনকারীকে টিচার্স ট্রেনিং এ স্নাতক ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীকে কমপক্ষে টিচার লাইনে পড়ানোর 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - আবেদনকারীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে।
Primary স্তর :
বিষয় - ইংরেজি, হিন্দি, বাংলা, EVS ইত্যাদি নানা বিষয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে।
শিক্ষাগত যোগ্যতা - আবেদনকারীকে রাজেশ স্বীকৃত কোন বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী সহ বিএড করা থাকতে হবে। আবেদনকারীকে কমপক্ষে টিচার লাইনে পড়ানোর 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - আবেদনকারীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে।
টিজিটি (TGT) বা ট্রেন্ড গ্রাজুয়েট টিচার স্তর :
বিষয় - ইংরেজি, হিন্দি, বাংলা, অংক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সোশ্যাল স্টাডিজ ইত্যাদি নানা বিষয়ে শিক্ষক - শিক্ষিকা নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা - আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট এবং সঙ্গে বিএড করা থাকতে হবে। শিক্ষক বাতায়ন কমপক্ষে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - আবেদনকারীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে।
পিজিটি বা পোস্ট গ্রাজুয়েট টিচার স্তর :
নবম থেকে দ্বাদশ শ্রেণী জন্য নিয়োগ করা হবে।
বিষয় - বিষয় - ইংরেজি, হিন্দি, বাংলা, অংক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সোশ্যাল স্টাডিজ ইত্যাদি নানা বিষয়ে শিক্ষক - শিক্ষিকা নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা - আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট এবং সঙ্গে বিএড করা থাকতে হবে। শিক্ষক বাতায়ন কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - আবেদনকারীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে।
নন টিচিং স্টাফ এর বিভিন্ন স্তর :
পদের নাম - অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান /সাইন্স কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা - আবেদনকারীকে রাজ্যের যে কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি করা থাকতে হবে এবং কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
পদের নাম - স্পেশাল এডুকেটর
শিক্ষাগত যোগ্যতা - আবেদনকারীকে রাজ্যের যে কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং বিয়ের থাকা আবশ্যক অথবা স্পেশাল এডুকেশন এর ডিপ্লোমা থাকতে হবে এবং কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
পদের নাম - স্কুল কাউন্সিলর
শিক্ষাগত যোগ্যতা - আবেদনকারীকে রাজ্যের যে কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজিতে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করা থাকতে হবে এবং কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
পদের নাম - কোচেস ( অ্যাথলেটিক্স, চেস, ব্যাডমিন্টন ক্রিকেট, টেবিল টেনিস, বাস্কেটবল, ফুটবল, ফিটনেস ট্রেইনার, যোগা।
শিক্ষাগত যোগ্যতা - আবেদনকারীকে রাজ্য স্তরে খেলার সাথে যুক্ত থাকতে হবে এবং বয়স 35 বছরের মধ্যে হতে হবে।
পদের নাম - হোস্টেল ওয়ার্ডেন
শিক্ষাগত যোগ্যতা - কোন স্কুলে 5 বছরের হোস্টেল ওয়ার্ডের হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম - ল্যাব অ্যাসিস্ট্যান্ট /মেডিকেল অ্যাসিস্ট্যান্ট/ মেডিকেল অফিসার/ নার্স।
শিক্ষাগত যোগ্যতা - কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
পদের নাম - পেরেন্টস রিলেশনশিপ ম্যানেজার/ স্টুডেন্ট রিলেশন এক্সিকিউটিভ।
শিক্ষাগত যোগ্যতা - কনভেন্ট ব্যাকগ্রাউন্ড এর সাথে কমিউনিকেশনের দক্ষতা থাকতে হবে।
পদের নাম - এডমিশন কাউন্সিলর
শিক্ষাগত যোগ্যতা - মহিলা প্রার্থী হতে হবে এবং বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সঙ্গে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আবেদন পদ্ধতি - নিম্নলিখিত পদগুলিতে আবেদনের জন্য আবেদন কারীরা দু'রকম উপায় আবেদন করতে পারবেন। প্রথমত সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন এবং স্কুলের নির্দিষ্ট ইমেইল আইডিতে আবেদনপত্র পাঠানোর সুবিধা আছে।
স্কুলের নির্দিষ্ট ইমেইল আইডি হল : career@dpsrampurhat.org
গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক |
|
Official Notice |
|
Official Website |
|
Join Telegram |
|
কোন মন্তব্য নেই: