রাজ্যের রূপশ্রী প্রকল্পের নাম আমরা সবাই জানি, আর এই রূপশ্রী প্রকল্প জন্য আবেদন পদ্ধতি কি কি নথি লাগবে ডকুমেন্ট দরখাস্ত ফরম ফিলাপ এই সমস্ত বিষয়ে আমরা আজ আলোচনা করব। পশ্চিমবঙ্গে বেশকিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের মধ্যে হলেও রূপশ্রী প্রকল্প এই প্রকল্পে এককালীন 25 হাজার টাকা দেয়া হয়।
রূপশ্রী প্রকল্প - পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে 2013 সালে এই প্রকল্পটি প্রথম চালু করা হয়। রাজ্যের দুঃস্থ পরিবারের মেয়েদের পড়াশোনা সম্পন্ন করে তাদের বিয়ের জন্য অর্থনৈতিক ভাবে সাহায্য হাত বাড়িয়ে দেবার জন্য এই প্রকল্পটি চালু করা হয়।
রূপশ্রী প্রকল্পের আবেদনের জন্য যোগ্যতা :
1. আবেদনকারীকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে। ( মহিলা)
2. আবেদনকারী পাত্রীকে অবিবাহিতা হতে হবে।
3. আবেদনকারীর বয়স 18 বছরের বেশি হতে হবে এবং পারিবারিক বাৎসরিক আয় 1.50 লক্ষ এর মধ্যে হতে হবে।
4. আবেদনকারী নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে।
রূপশ্রী প্রকল্পের উদ্দেশ্য - আমাদের রাজ্যের বহু এলাকা দারিদ্রতার কারণে প্রাপ্তবয়স্ক না হলেও মেয়েদের বিয়ে দেয়া দেয়া হয় অর্থনৈতিক অভাবের কারণে, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই প্রকল্পটির দুঃস্থ পরিবারের মেয়েদের জন্য এবং সমাজ কল্যাণ এর জন্য নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর এর চেষ্টায় এই প্রকল্পটি চালু করা হয়। এই প্রকল্পের মাধ্যমে বহু মেয়ের বিবাহ 18 বছরের আগে হওয়া থেকে আটকানো গেছে।
রুপশ্রী প্রকল্পে সুবিধা ও যারা এই প্রকল্পের আবেদন করতে পারবে - এই প্রকল্পে দরিদ্র মেয়েদের অল্প বয়সে বিবাহে আর্থিক সুবিধা, নারী শিক্ষা প্রসার এবং অল্প বয়সে বিবাহ প্রতিরোধ করার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে।
পশ্চিমবঙ্গের অবিবাহিত মেয়েদের জন্য এই প্রকল্পটি চালু করা হয় এই প্রকল্পের আবেদন করতে গেলে আবেদনকারীর বয়স 18 বছর হতে হবে।
রূপশ্রী প্রকল্পের আবেদন পদ্ধতি -
1. এই প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য অফলাইনে এর মাধ্যমে আবেদন করতে হয়। এখানে অনলাইন আবেদন বা রেজিস্ট্রেশান এর কোন ব্যাপার থাকে না।
2. নিকটবর্তী বিডিও / এসডিও অফিসে বা মিউনিসিপ্যালিটি অফিসে বা অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফরম টি সংগ্রহ করতে হবে।
3. ফরমটি ফিলাপ করে নিজও এলাকার সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কার্যালয়ে জমা দিতে হবে। (BDO)
4. মিউনিসিপালিটি এলাকার বাসিন্দা হলে আবেদনকারীকে মহকুমা শাসকের কার্যালয় অফিসে আবেদনপত্র জমা দিতে হবে। (SDO)
5. মিউনিসিপাল কর্পোরেশন এলাকার বাসিন্দা হলে আবেদনকারীকে মিউনিসিপাল কমিশনের কার্যালয় জমা দিতে হবে।
6. প্রস্তাবিত বিবাহের তারিখ 30 থেকে 60 দিনের আগে আবেদন ফরম জমা দিতে হবে।
রূপশ্রী প্রকল্পের জন্য উপযুক্ত ডকুমেন্টস -
1. আবেদনকারীর বয়সের প্রমাণপত্র যেমন মাধ্যমিকের এডমিট কার্ড বা আধার কার্ড প্যান কার্ড বা জন্ম সার্টিফিকেট।
2. অবিবাহিত মর্যাদা কখনো বিবাহ করেননি এই মর্মে আবেদনকারী সহ ঘোষণা দিতে হবে।
3. আবেদনকারীর পারিবারিক আয় 1.50 লক্ষ এর কম হতে হবে।
4. আবেদনকারী নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে।
5. আবেদনকারীর বিবাহের প্রমাণ বিবাহ নিমন্ত্রণ এর কার্ড বা বিবাহ নথিভুক্তিকরণ এর শংসাপত্র।
6. প্রস্তাবিত পাত্রের বয়সের প্রমাণপত্র যেমন জন্ম সার্টিফিকেট/ আধার কার্ড/ প্যান কার্ড/ মাধ্যমিক এডমিট কার্ড।
7. আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজ ফটো।
রূপশ্রী প্রকল্পের নিয়োগ প্রক্রিয়া - আবেদনকারীর সঠিক বিবাহের তথ্য দিয়েছে কিনা বা বিয়ে হচ্ছে কিনা সেই সব সমস্ত যাচাই করে গৃহ পরিদর্শন সরকারি অফিসার রা আবেদনকারী বাড়িতে যাবেন। সমস্ত কিছু দেখে, প্রার্থীকে টাকা দেয়া হবে। আবেদনপত্রের সাথে বাস্তবের মিল থাকে তাহলে আবেদনপত্র বাতিল করা হবে।
**এই প্রকল্পের টাকা সরাসরি আবেদনকারীর ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।
কোন মন্তব্য নেই: