কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন শুরু হয়ে গিয়েছে। যে সমস্ত গ্রাম্য এলাকায় এখনো কাঁচা বাড়ি রয়েছে যেমন মাটির বাড়ি, ইত্যাদি সেই সমস্ত ঘরবাড়ি গুলিকে পাকাপোক্ত করতে আবাস যোজনা ফর্ম ফিলাপ শুরু হয়ে গিয়েছে সম্পূর্ণ ফর্ম ফিলাপ মোবাইলের মাধ্যমে করা যাবে। আবাস যোজনায় এর আগেও অনেক মানুষ নতুন ঘরের পেয়েছেন এবারের ফরম ফিলাপ নতুন করে করার জন্য যারা ডকুমেন্টস লাগবে আবেদন পদ্ধতি কি আছে নিম্নলখিত বিবরণ নিচে দেয়া হল-
আবাস যোজনা আবেদন করার জন্য নিম্নলিখিত কিছু নিয়ম -
1. আবেদনকারীর পারিবারিক বাৎসরিক ইনকাম 15 লাখ থেকে 18 লাখের নিচে থাকতে হবে
2. আবেদনকারীর ফ্যামিলিতে কেউ সরকারি কর্মচারী থাকলে হবে না
3. এই সমস্ত ফরম ফিলাপে মহিলাদের নাম দিলে আবাস যোজনায় সুযোগ আগে পাওয়া যায়
4. আবেদনকারীরা যদি বিগত 10 বছরের মধ্যে ঘরের কোন সরকারি স্কিম পেয়ে থাকে তাহলে সেই সমস্ত আবেদনকারীর আবেদন গ্রাহ্য করা হবে না
5. আবেদনকারীকে নির্দিষ্ট এলাকার স্থানীয় বাসিন্দা হতে হবে
6. আবেদনকারীরা আবাস যোজনায় প্রথম কিস্তি পাওয়ার পর যদি 36 মাসের মধ্যে ঘর কমপ্লিট না করেন, তাহলে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না
7. আবেদনকারীর আবেদন ঠিকঠাক হলে আবেদনকারীরা 1,20,000 টাকা করে পাবেন এই যোজনায়
আবেদন করার জন্য উপযুক্ত ডকুমেন্টস ডকুমেন্টস -
1. আবেদনকারীর আধার কার্ড ও প্যান কার্ড,
2. আবাস যোজনা অ্যাপ্লিকেশন ফর্ম ( যদি অনলাইনে এপ্লাই করেন)
3. ফ্যামিলি রেশন কার্ড
4. বাৎসরিক ইনকাম সার্টিফিকেট
5. স্থায়ী বাসিন্দার পরিচয় পত্র
6. পাসপোর্ট সাইজ ফটো একটি
7. আবেদনকারী বিপিএল অন্তর্ভুক্ত হলে সেই নাম্বার
আবেদন পদ্ধতি - আবেদনকারীরা আবাস যোজনার জন্য অনলাইনে পাশাপাশি অনলাইনে আবেদন করতে পারেন।
1. প্রথমত অনলাইন আবেদন করতে গেলে আবেদনকারীকে আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
2. এরপর মেনুতে ক্লিক করে ও Citizen Assessment এ ক্লিক করে Apply Online এ ক্লিক করতে হবে।
3. পরবর্তী স্টেপে আধার কার্ডের নাম্বার এবং আধার কার্ডে যে নামের বানান রয়েছে সেটি দিতে হবে।
4. দেখবেন পরবর্তীতে এ ছবি চলে আসবে আবেদন ফরমের, সেখানে আবেদনকারীর জেলার নাম, ঠিকানা, বাবার নাম, মোবাইল নাম্বার, ইত্যাদি বসিয়ে সেটিকে ফিলাপ করতে হবে।
5. এরপর আবেদন হয়ে যাওয়ার পরে, আবেদনকারীরা নিজের স্ট্যাটাস চেক করতে পারবেন Search Beneficiary তে ক্লিক করে অথবা Track Your Assessment Status এ ক্লিক করে।
কোন মন্তব্য নেই: